|
|
(GMT+08:00)
2006-10-11 20:46:16
|
চলতি বছরে চীনে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নানা ধরনের পদ্ধতি নেয়া হয়েছে
cri
১১ অক্টোবর ' আন্তর্জাতিক দুর্যোগ প্রতি রোধ দিবস' । সম্প্রতি চীনের জনপ্রশাসন মন্ত্রী লি শিয়ে জু বলেছেন, চলতি বছর চীনে যে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে তা ১৯৯৮ সালের পর সবচেয়ে গুরুতর । এতে মোট ২৩০০ জনেরও বেশী লোকের প্রাণহানি ঘটেছে। অর্থনীতির ক্ষয়ক্ষতি প্রায় ২০০ বিলিয়ন রেন মিন পি। প্রাকৃতিক দুযোর্গকালে চীন সরকার এক দিকে দুর্যোগ রোধে ব্যাপক পরিমাণ আর্থিক বরাদ্দ করেছে , অন্য দিকে দুর্যোগ প্রতিরোধের সার্বিক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আত্মনিয়োগ করেছে। বতর্মানে চীনে প্রাথমিকভাবে রাষ্ট্র, প্রদেশ, বিভাগ এবং জেলা এ চার পর্যায়ের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সতর্কমূলক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। জনসাধারণের দুর্যোগ প্রতি রোধে সচেতনতা যাতে বাড়ানো যায় সে জন্যে বেতার, টেলিভিশন সহ গণমাধ্যমগুলোতে দুর্যোগ নিবারণ সংক্রান্ত তথ্য প্রচারিত হয়। তা ছাড়া, দুর্যোগ প্রতি রোধ ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন অঞ্চলের সঙ্গে চীনের সহযোগিতাও জোরদার করা হয়েছে।
|
|
|