সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান পরিবেশন করছি আমি আপনাদের বন্ধু লিলি।
বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিপুর গ্রামের সোনার বাংলা রেডিও ক্লাবের পরিচালক এ.এইচ.এম. গোলাম রসুল আমাদের অনুষ্ঠানে আবিদা সুলতানার কন্ঠে একটি গান শুনতে চেয়েছেন। গানের কথা হলো: পথ চলিতে চকিতে যদি কভূ দেখা হয়, পরান প্রিয়"। দুঃখিত, বন্ধু, আমাদের কাছে আবিদা সুলতানার গাওয়া এই নজরুল সঙ্গীতটি নেই, তাই আবিদা সুলতানার কন্ঠে আরেকটি গান শোনাবো। গানের নাম: নয়নে রেখে নয়ন।
ভারতের পশ্চিম বঙ্গের বারুই পাড়া গ্রামের সি আর আই লিসনার্স ক্লাব অফ ইন্ডিয়ার মো: নাজিমুদ্দিন তাঁর চিঠিতে লিখেছেন, শ্যামল মিত্র বা হেমন্ত মুখোপাধ্যায়ের যে কোন একটি গান শোনানোর অনুরোধ রইল। আচ্ছা, প্রিয় বন্ধু, এখন আমি আপনার চাওয়া পূরণ করছি। শ্যামল মিত্রের কন্ঠে শেষ কথা আজি নামে একটি গান প্রচার করবো। আশা করি, আপনি গানটি পছন্দ করবেন।
বাংলাদেশের জামালপুর জেলার বেড়া দক্ষিণপাড়া গ্রামের মো: শফিকুল ইসলাম বাহার আমাদের চাওয়া পাওয়াতে মনির খানের কন্ঠে যে কোনো একটি বাংলা গান শুনতে চান। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আমরা মো: শফিকুল ইসলাম বাহারের সঙ্গে শিল্পী মনির খানের একটি গান শুনবো। গানের নাম এমন গোলাপ ফুলে।
বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনাই চান্দি মাষ্টার পাড়া গ্রামের মো: মনিরুল ইসলাম মনি চিঠিতে লিখেছেন, আমি চীনা শিল্পীর কন্ঠে "এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা"নামে গানটি শুনার অপেক্ষায় থাকলাম। আচ্ছি, প্রিয় বন্ধু, এখন আপনি কি আমাদের অনুষ্ঠানে শুনছেন? এখন আমি গানটি শোনাচ্ছি।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, কেমন লাগলো? আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ হলো। আগামী সপ্তাহের একই সময় আবার দেখা হবে। সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন।
|