প্রেমের শপথ
---পলাশ আফজাল
আমি এসেছি এ পৃথিবীতে
প্রেম ও প্রীতির ধর্ম নিয়ে
আমি মানুষকে জয় করবো
মানবতার হাত দিয়ে।
এ পৃথিবীর যত মানুষ
সবই যে আপন জন
সবার জন্যে এই প্রেম
আর সবার জন্যে আমার মন।
হে সৃষ্টির সেরা-মানুষ
প্রেমকে হৃদয়ে ধরো
মানুষকে ভালবাসার
শপথ বাক্য-পড়।
---বাংলাদেশের সিলেট জেলার
|