v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-11 19:48:20    
চীনে বীমা দ্রুত প্রসারিত হচ্ছে

cri
    চীনের বীমা তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিটির একজন কর্মকর্তা ১১ অক্টোবর পেইচিংয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন , বর্তমানে চীনের অর্থনৈতিক উন্নয়নে বীমা সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া অন্যতম শিল্প হয়ে দাঁড়িয়েছে । অনুমান করা হচ্ছে , ২০১০ সালের মধ্যে চীনে বীমা পরিসেবার আয় ২০০৫ সালের তুলনায় দ্বিগুণ বেড়ে এক ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়াবে । চীনের বীমা বিকাশের পদক্ষেপ দ্রুততর হওয়ার পাশাপাশি বীমার উন্মুক্ততাও অব্যাহতভাবে বাড়ছে ।

    চীনের বীমা তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান লি ক্ মো ১১ অক্টোবর বলেছেন , গত ৫ বছরে চীনে বীমা কোম্পানির আয় বছরে ১৭ শতাংশ করে বৃদ্ধি পাচ্ছে । বাজারের ব্যবস্থা ধাপে ধাপে পূর্ণাঙ্গ হয়ে উঠছে । বর্তমানে চীনের বীমা প্রতিষ্ঠানের সংখ্যা ১ শোতে দাঁড়িয়েছে । অনুমান করা হচ্ছে , ২০১০ সালের মধ্যে চীনে একটি পূর্ণাঙ্গ , নির্ভরযোগ্য ও প্রবল প্রতিদ্বন্দ্বিতার ক্ষমতাসম্পন্ন বীমা ব্যবস্থা গড়ে তোলা হবে ।

    ২০১০ সালের মধ্যে সমগ্র চীনে বীমার আয় ২০০৫ সালের তুলনায় দ্বিগুণ বেড়ে এক ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে । বীমা ব্যবস্থাপনা ক্ষেত্রের পুঁজি ৫ ট্রিলিয়ন ইউয়ানেরও বেশী হবে ।

    জানা গেছে , চীনে বীমা পরিসেবা আর্থ-সামাজিক উন্নয়নের বহু ক্ষেত্রের সঙ্গে জড়িত । বীমা পরিসেবা বিকশিত হওয়ার পাশাপাশি চীনের আর্থ-সামাজিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মান উন্নত করার জন্যও প্রচেষ্টা চালিয়ে আসছে । বর্তমানে বীমা বিকাশের দিক থেকে চীনের শহর ও গ্রামাঞ্চলের মধ্যে ব্যবধান রয়েছে । সুতরাং চীনের বীমা প্রতিষ্ঠান কৃষি সংস্থার সঙ্গে কৃষি বীমা বিকশিত করছে । চীনের বীমা তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান লি ক্ মো বলেছেন ,

    বীমা তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ব্যাপকভাবে কৃষি বীমা বিকশিত হবে এবং বিভিন্ন অঞ্চলের বাস্তবতার দিক থেকে কৃষি বীমার নানান প্রকার পরীক্ষামূলক কর্মসূচী চালু করা হবে । এর সঙ্গে সঙ্গে বীমা সক্রিয়ভাবে গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থার পরীক্ষামূলক কাজকর্মে যোগ দেবে , প্রবীণ কৃষকদের জীবন বীমা এবং গ্রামীণ শ্রমিকদের জন্য বীমা পরিসেবা সরবরাহ করবে ।

    জানা গেছে , চীন একটি কৃষিপ্রধান বৃহত্ দেশ এবং প্রাকৃতিক দুর্যোগ বহুল একটি অঞ্চল । পরিসংখ্যান অনুযায়ী , গত বছর চীনে ৬ কোটি হেক্টর কৃষি জমি নানা রকম প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে । তিনি বলেছেন , পুঁজিবিনিয়োগ আরো বাড়ানোর জন্য চীনের বীমা তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিটি কৃষি বীমা প্রতিষ্ঠানকে উত্সাহ দেয়া হবে । কৃষি বীমা পরিসেবা যাতে আরো সুষ্ঠুভাবে চালু করা যায় , সেজন্য চীনে তিনটি নতুন পেশাগত কৃষি বীমা কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে।

    নিত্য বীমা পরিসেবা চালু করার সঙ্গে সঙ্গে চীনের বীমা কোম্পানি বড় বড় বীমা কর্মসূচীতেও যোগ দিয়ে আসছে । বর্তমানে চীনের বীমা কোম্পানির উদ্যোগে ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমসের জন্য সুষ্ঠুভাবে বীমা পরিসেবার প্রস্তুতি নেয়া হচ্ছে । খবরে প্রকাশ , অলিম্পিক গেমসের পক্ষে বীমা নানা ধরনের ঝুঁকি ঠ্যাকানোর একটি মূল উপায় । এটা আন্তর্জাতিক রীতি-প্রথা । অলিম্পিক গেমসের বীমা সংক্রান্ত সমন্বয় নিশ্চিত করা এবং অলিম্পিক গেমসের লক্ষে কার্যকর বীমা পরিসেবা সরবরাহ করার জন্য বর্তমানে চীনের বীমা তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা সংস্থা এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সংশ্লিষ্ট বীমা সংক্রান্ত প্রতিষ্ঠান গঠন করেছে ।

    চীনের বীমা তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান লি ক্ মো বলেছেন , চীনের বীমা বিকাশের পদক্ষেপ দ্রুত হওয়ার পাশাপাশি চীনের বীমার উন্মুক্ততাও অব্যাহতভাবে বাড়ছে । তিনি বলেছেন ,

    বীমার উন্মুক্ততা ক্রমাগতভাবে সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে চীনের আন্তর্জাতিক বীমা তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার সহযোগিতাও দ্রুত প্রসারিত হয়েছে । চীন যুক্তরাষ্ট্র , জার্মানী , দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে বীমা তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার সহযোগিতা সংক্রান্ত স্মারকলিপি স্বাক্ষর করেছে । ভবিষ্যতে চীন আরো বেশি দেশ ও অঞ্চলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে এবং বিদেশে চীনের বীমা কোম্পানির তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার কাজ আরো জোরদার করবে ।