হংকং বিশ্ববিদ্যালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত গবেষণা কেন্দ্রের ১০ অক্টোবর প্রকাশিত একটি অনুমান রির্পোট থেকে জানা গেছে , এ বছরের তৃতীয় কোয়াটারে হংকংয়ের জি ডি পি গত বছরের একই সময়ের তুলনায় ৫.১ শতাংশ বেশি হবে। এই কেন্দ্রের প্রধান, প্রফেসার ওয়াং ইউ চিয়েন একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন , এ বছরের দ্বিতীয়ার্ধে হংকংয়ের অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৮ শতাংশ হবে । জি ডি পির প্রবৃদ্ধির হার এ বছরের প্রথমার্ধের চেয়ে কিছুটা কম হবে , গোটা বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫.৭ শতাংশ হবে ।
তিনি আরো বলেছেন , বৈদেশিক বাণিজ্যের বৃদ্ধি কম হলেও এ বছর হংকংয়ের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫.৭ শতাংশ হবে । হংকংয়ের অভ্যন্তরীণ চাহিদা এই বৃদ্ধি বাস্তবায়নের প্রধান কারণ ।
|