এখন অনেক বেশি বিদেশী ব্যক্তিরা তিব্বতী সংস্কৃতিকে পছন্দ করে এবং তাকে রক্ষা করার চেষ্টা করছেন ।
চীনের তিব্বতী সাংস্কৃতিক রক্ষা ও উন্নয়ন সমিতির সংশ্লিষ্ট প্রধান ১০ অক্টোবর পেইচিংয়ে অনুষ্ঠিত চীনের তিব্বতী সাংস্কৃতিক ফোরামে বলেছেন যে, অনেক বিদেশী বন্ধুরা তিব্বতের বৈশিষ্টময় সংস্কৃতি ও প্রাকৃতিক অবস্থার উপর খুবই পছন্দ করে। বর্তমানে চীনে তিব্বতী সাংস্কৃতিক রক্ষা ও উন্নয়ন সমিতির মোট ২০ জনেরও বেশি প্রতিনিধি প্রবাসী চীনা রয়েছে । তাঁরা বহুবার তিব্বতে গিয়ে স্থানীয় বৃহত্ত রকমের সংগীতানুষ্ঠান আয়োজন করেছেন।
এবারের চীনের তিব্বতী সাংস্কৃতিক ফোরামের অন্তর্ভূক্ত রয়েছে মার্কিন, ব্রিটেন এবং অস্ট্রেলিয়া ইত্যাদি দেশের বিখ্যাত ব্যক্তি ও তিব্বতীবিদ বিশেষজ্ঞ ও পন্ডিত ।
|