v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-10 19:21:49    
শাংহাইয়ে অলিম্পিক গেমসের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে

cri
    ২০০৬ সালে ফরমুলা এক গ্রাঁ প্রি প্রতিযোগিতা অক্টোবর মাসের প্রথম দিকে শাংহাইয়ে শেষ হয়েছে । এটাই ছিল এ বছর শাংহাইয়ে অনুষ্ঠিত বেশ কয়েকটি প্রধান আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার অন্যতম । ২০০৮ সালে অলিম্পিক গেমস চলাকালে শাংহাইয়ে আংশিক ফুটবল প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে । শাংহাইয়ে এ সব আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের মাধ্যমে সার্বিকভাবে ২০০৮ সালে অলিম্পিক গেমসের ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতিমূলক কাজ ত্বরান্বিত করা হবে ।

    শাংহাই পেইচিং অলিম্পিক গেমসের ফুটবল প্রতিযোগিতার অন্যতম স্থান । প্রতিযোগিতার সময়সূচী অনুযায়ী , ২০০৮ সালের ৬ থেকে ১৫ আগস্টের মধ্যে শাংহাইয়ে ৬টি পুরুষ ও তিনটি নারী ফুটবল প্রতিযোগিতাসহ পেইচিং অলিম্পিক গেমসের ফুটবল প্রতিযোগিতার প্রথম পর্যায়ের ন'টি খেলা অনুষ্ঠিত হবে । এ বছর শাংহাইয়ে একটানা ২০০৬ সালের বিশ্ব সাঁতার চ্যাম্পিনশীপের ২৫ মিটার প্রতিযোগিতা , ২০০৬ সালের আন্তর্জাতিক ফেডারেশনের দৌঁড়-ঝাঁপ-নিক্ষেপ প্রতিযোগিতা , ফরমিউলা এক গ্রাঁ প্রি প্রতিযোগিতা ইত্যাদি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে । নভেম্বর মাসে শাংহাইয়ে টেনিস মাস্টারস্ কাপ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে । শাংহাই ক্রীড়া অনুশীলন ব্যুরোর উপ-মহাপরিচালক ছিও ওয়ে ছাং মনে করেন যে , শাংহাই যে সক্রিয়ভাবে ও একটানা উচ্চ মানের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছে , তা পেইচিং অলিম্পিক গেমসের ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতিমূলক কাজের জন্য অভিজ্ঞতা সংগ্রহ করেছ । তিনি বলেছেন ,

    এই সব প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যতের প্রতিযোগিতা চালানো , আন্তর্জাতিক সংস্থা ও চীনের ক্রীড়া সংস্থার মধ্যেকার আদান প্রদানের জন্য ইতিবাচক অভিজ্ঞতা যোগানো হবে । শাংহাই ২০০৮ সালে অলিম্পিক গেমসের ফুটবল প্রতিযোগিতার বিভিন্ন সাংগঠনিক ও প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করার জন্য যথাসাধ্য প্রচেষ্টা চালাচ্ছে ।

    সদ্য সমাপ্ত ২০০৬ সালের ফরমুলা এক গ্রাঁ প্রি প্রতিযোগিতা শাংহাইয়ের উপকন্ঠে অনুষ্ঠিত হয়েছিল । কিন্তু সাংগঠনিক কমিটি যানবাহন , টেলি-যোগাযোগ , নিরাপত্তা প্রভৃতি ক্ষেত্রে ক্রীড়াবিদ , সংবাদদাতা ও দর্শকদের জন্য পূর্ণাঙ্গ পরিসেবা সরবরাহ করেছে । এবারকার প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির ভাইস চেয়ারম্যান ইয়্যু চি ফি বলেছেন , যদিও ফরমুলা এক গ্রাঁ প্রি প্রতিযোগিতা ফুটবল প্রতিযোগিতা নয় , কিন্তু তা অলিম্পিক গেমসের আনুষ্ঠানিক প্রতিযোগিতার জন্য নানান প্রকার অভিজ্ঞতা ও শিক্ষা প্রদান করবে । তিনি বলেছেন ,

    এটাই চীনের ক্রীড়া ক্ষেত্রের একটি বড় অনুশীলন । ফরমিউলা এক গ্রাঁ প্রি প্রতিযোগিতা দেখার জন্য আমরা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জ্যাকস্ রোগকে আমন্ত্রণ জানিয়েছি । প্রতিযোগিতা দেখার পর তিনি ও অন্যান্য বিশিষ্ট অতিথিরা বলেছেন , তারা পেইচিং অলিম্পিক গেমসের ওপর খুবই আশাবাদী । চীন এই প্রতিযোগিতার মাধ্যমে সব ক্ষেত্রের অভিজ্ঞতা লাভ করতে পারবে ।

    আগামী বছর শাংহাইয়ে বিশ্ব নারী ফুটবল কাপ প্রতিযোগিতাও আয়োজন করা হবে । এটা শাংহাইয়ে পেইচিং অলিম্পিক গেমসের ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি নেয়ার লক্ষে আরেকবার অনুশীলনের সুযোগ দেয়া হবে । শাংহাই ক্রীড়া অনুশীলন ব্যুরোর উপ-মহাপরিচালক ছিউ ওয়েই ছাং বিশ্বাস করেন যে , বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতার অভিজ্ঞতার ভিত্তিতে শাংহাইয়ে অবশ্যই অলিম্পিক গেমসের আংশিক ফুটবল প্রতিযোগিতা আরো সুষ্ঠুভাবে আয়োজন করা হবে । তিনি বলেছেন ,

    আমরা সুগৌরবের সঙ্গে ২০০৮ সালে অলিম্পিক গেমসের আংশিক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানের দায়িত্ব বহন করবো । বর্তমানে খেলার মাঠ ইত্যাদি ক্ষেত্রের চাহিদাসহ যাবতীয় প্রস্তুতিমূলক কাজ সুশৃঙ্খলভাবে চলছে । সংশ্লিষ্ট কর্মীদের কাজ ধাপে ধাপে শুরু হয়েছে । শাংহাইয়ে অলিম্পিক গেমসের ফুটবল প্রতিযোগিতার প্রথম পর্যায়ের খেলা আয়োজন করা হবে ।