v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-10 18:58:12    
হু চিনথাও এবং বুশ ফোনালাপে উত্তর কোরিয়ার পরমাণু পরিক্ষা সমস্যা নিয়ে মত বিনিময় করেছেন

cri
    চীনের প্রেসিডেন্ট হু চিনথাও ৯ অক্টোবর রাতে আমন্ত্রিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট বুশের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে তাঁরা উত্তর কোরিয়ার পরমাণু পরিক্ষা সমস্যা নিয়ে মত বিনিময় করেছেন।

    হু চিনথাও বলেছেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই এ প্রসঙ্গে প্রকাশিত একটি বিবৃতিতে চীনের মতামত ব্যাখ্যা করেছে এবং উত্তর কোরিয়াকে পরিস্থিতির অবণতি ঘটতে পারে, এমন কোন কাজ না করার জন্য বলেছে। চীন আশা করে, বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষ স্থিতিশীলতা বজায় রাখবে এবং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করবে।

    হু চিনথাও জোর দিয়ে বলেছেন, চীন বরাবরই কোরিয় উপদ্বীপের পরমাণু অস্ত্রমুক্তকরণ এই দৃষ্টিভঙ্গী পোষণ করে, পরমাণু অস্ত্রের বিস্তার বিরোধিতা করে এবং সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণভাবে কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধানের প্রস্তাব দেয়। যাতে কোরিয় উপদ্বীপ এবং উত্তর-পূর্ব এশিয়ার শান্তি ও নিরাপত্তা সুরক্ষা করা যায়। এই নীতি কখনও পরিবর্তন হবে না।

    বুশ বলেছেন, উত্তর কোরিয়ার জন্যে পরমাণু পরিক্ষা চালানো হচ্ছে একটি বিপদজনক পথ। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ প্রসঙ্গে দৃঢ়তার সঙ্গে একটি প্রকাশ্য বিবৃতি প্রকাশ করা। মার্কিন পক্ষ মনে করে, কূটনৈতিক উপায়ে উত্তর কোরিয়ার পরমাণু সমস্যা সমাধান করার সম্ভাবনা এখোনো আছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে।

    হু চিনথাও জোর দিয়ে বলেছেন, চীন ও মার্কিন নেতারা অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে ঘনিষ্ঠ যোগাযোগ ও আলোচনা বজায় রেখেছে। তা চীন ও মার্কিন সম্পর্কের স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়ন এবং উত্তর-পূর্ব এশিয়া, তথা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষার জন্য অনুকূল হবে। এতে বুশ রাজী হয়েছেন।

    একইদিন রাতে চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাওশিং বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী মার্গারেট বেকেটের আমন্ত্রণে তাঁর সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। আলোচনাকালে বেকেট বলেছেন, বৃটেন মনে করে, উত্তর কোরিয়ার পরমাণু পরিক্ষা চালানো প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতি হচ্ছে দায়িত্বশীল ও সময়োপোযোগী। বৃটেন চীনসহ নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা জোরদার করতে এবং সঠিকভাবে এই সমস্যার সমাধান করতে ইচ্ছুক। লি চাওশিং চীনের অভিমত ও নীতির কথা পুনরায় জোর দিয়ে বলেছেন। তিনি বলেছেন, চীন বৃটেনসহ বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে ইচ্ছুক।