উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থার এক খবর থেকে জানা গেছে , ৯ অক্টোবর সকালে উত্তর কোরিয়া ভূগর্ভ পরমানু পরীক্ষা চালিয়েছে । এই পরমাণু পরীক্ষার পর আন্তর্জাতিক সম্প্রদায় বিবৃতি প্রকাশ করে উত্তর কোরিয়ার এই পরমাণু পরীক্ষার বিরোধিতা করেছে ।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মো হিউন একই দিন জাতীয় নিরাপত্তা অধিবেশন পরিচালনা করেছেন । অধিবেশনের পর প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ কোরিয়া মনে করে , উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা হলো এক ধরনের প্ররোচনা । এই পরীক্ষা কোরিয় উপদ্বীপের পরমানু অস্ত্রমুক্ত অঞ্চল সংক্রান্ত ঘোষণা লংঘন করেছে বলে দক্ষিণ কোরিয়া ব্যবস্থা নেবে ।
একই দিন দক্ষিণ কোরিয়া , যুক্তরাষ্ট্র ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে মতবিনিময়কালে এ বিষয় নিয়ে আলোচনা করেছেন । তিনটি দেশ জাতি সংঘ নিরাপত্তা পরিষদের কাছে উত্তর কোরিয়ার পারমানবিক পরীক্ষার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন ।
ই ইউর পালাক্রমিক চেয়ারম্যান দেশ ফিনল্যান্ড ই ইউর পক্ষ থেকে উত্তরকোরিয়ার নিন্দা করেছে । ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ দোস্টে ব্লাজিও উত্তর কোরিয়ার নিন্দা করেছেন ।
৯ অক্টোবর জ উত্তর কোরিয়ার পারমানবিক পরীক্ষার বিষয় নিয়ে আলোচনার জন্য জাতি সংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে ।
|