বো আও এশিয়া ফোরামের রাউন্ড অর্থনীতির শীর্ষ আন্তর্জাতিক সম্মেলন আগামী ২৪ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দক্ষিণ চীনের সেন চেন শহরে অনুষ্ঠিত হবে । বো আও এশিয়া ফোরামের মহাসচিব লুং ইয়ুংথু আশা প্রকাশ করেছেন যে , এবারের শীর্ষ সম্মেলন উন্নয়নশীল দেশ বিশেষ করে এশীয় দেশগুলোর টেকসই উন্নয়ন তরান্বিত করবে ।
৯ অক্টোবর পেইচিংয়ে এক তথ্যজ্ঞাপন সভায় লুং ইয়ুংথু এ কথা বলেছেন ।
জানা গেছে , "রাউন্ড অর্থনীতি ও টেকসই উন্নয়ন" শিরোনামে শীর্ষ আন্তর্জাতিক সম্মেলনে প্রধানত রাউন্ড অর্থনীতি উন্নয়নে সরকারের আইন প্রণয়নের নিশ্চয়তা ও নীতি সম্প্রচারের ভূমিকা এবং রাউন্ড অর্থনীতিতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর সুযোগ ও চ্যালেন্জ নিয়ে আলোচনা করা হবে । তাছাড়া বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাও শীর্ষ সম্মেলনটির প্রধান আলোচ্য বিষয় হবে । এ পর্যন্ত চীন , যুক্তরাষ্ট্র , বৃটেন , জাপান, দক্ষিণ কোরিয়া ও অষ্ট্রেলিয়া সহ বিভিন্নদেশগুও অঞ্চলের চারশ'রও বেশি সরকারী কর্মকর্তা, শিল্পপতি এবং বিশেষজ্ঞগণ শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার জন্যে সম্মতিদিয়েছেন ।
|