চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রথম রোবট প্রযুক্তি ফোরাম ৯ অক্টোবর পেইচিংয়ে আয়োজিত হয়েছে। তিনটি দেশের ৭০জন সরকারি কর্মকর্তা, বিশেষজ্ঞ ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা রোবট প্রযুক্তি ও শিল্পায়ন ক্ষেত্রের সহযোগিতা ও আদানপ্রদান জোরদার করতে একমত হয়েছেন।
এবারের ফোরামে তিনটি দেশের প্রতিনিধি যার যার দেশের রোবট প্রযুক্তি উন্নয়নের পরিকল্পনার কথা ব্যাখ্যা করেছেন। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও শিল্পপ্রতিষ্ঠান যার যার গবেষণা ও অগ্রাধিকার প্রযুক্তি নিয়ে আলোচনা করেছেন। প্রতিনিধিরা একমত হয়েছেন যে, তিন পক্ষের রোবট প্রযুক্তির শিল্পায়ন ও গবেষণার ফলাফল ক্ষেত্রের আদানপ্রদান জোরদার করা উচিত।
|