চলতি বছর চীন-জাপান দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। ৯ অক্টোবর চেচিয়াং প্রদেশের ছাং শিং শহরে আয়োজিত ১১তম চীন-জাপান অর্থনৈতিক ফোরামে চীনের বাণিজ্যমন্ত্রী ছুং ছুয়েন এই তথ্য জানিয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে দ্বিপক্ষীয় বাণিজ্য মূল্য ১৩১.৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তা গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ১১.৮ শতাংশ বেড়েছে। এ থেকে অনুমান করা যায়, সারা বছরে দু'দেশের বাণিজ্য মূল্য ২০০ বিলিয়ন ডলার দাড়িয়ে যাবে।
ছুং ছুয়েন বলেছেন, চীন ও জাপান দু'দেশের অর্থনীতি ক্ষেত্রে পারষ্পরের সম্পুরক। এবং দু'দেশের জনগণের আদানপ্রদানের মাধ্যমে সরাসরি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নকে ত্বরান্বিত করছে।
ভবিষ্যতে দু'পক্ষ জ্বালিনীসম্পদ সাশ্রয়, মাঝারি ও ছোট আকারের কোম্পানির সহযোগিতা, আঞ্চলিক উন্নয়নে আদানপ্রদান জোরদার করা হবে বলেও তিনি আশা করছেন।
|