v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-09 19:28:20    
ভারতে ডেঙ্গু রোগের প্রকোপ বিস্তৃত হচ্ছে

cri
    ৮ অক্টোবর ভারতের দু'জন সাংসদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন । এ পর্যন্ত ভারতের ১৯টি অঙ্গরাজ্যে মোট ৩ হাজার ৪ শোরও বেশি ডেঙ্গু জ্বরের ভাইরাসবহনকারী সনাক্ত হয়েছে । এদের মধ্যে ৫৬ জন মারা গেছে । ডেঙ্গু জ্বর রোগীদের সঙ্গে দেখা করার জন্য ভারতের প্রধান মন্ত্রী মনমোহন সিং একই দিন নয়াদিল্লীতে অবস্থিত নিখিল ভারত ম্যাডিকল্ কলেজের অধীনস্থ হাসপাতালে গিয়েছিলেন । ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে , ভারতে ডেঙ্গু জ্বর প্রকোপ বিস্তৃত হচ্ছে । কিন্তু এটা সংক্রামক প্রকোপে পরিণত হবে না বলে তিনি আশা করছেন ।

    অক্টোবর মাস থেকে ভারতে ডেঙ্গু জ্বরের ভাইরাস বহনকারীদের সংখ্যা দিনে চল্লিশ-পঞ্চাশ জন করে বাড়ছে । বর্তমানে দিল্লীতে ডেঙ্গু জ্বরের ভাইরাস বহনকারীদের সংখ্যা ৮৮৬ জনে দাঁড়িয়েছে । এদের মধ্যে ২১ জন মৃত্যু বরণ করেছেন । সমগ্র ভারতে এই অঞ্চলের ডেঙ্গু জ্বরের প্রকোপ সবচেয়ে গুরুতর । এর পরেই রয়েছে কেরালা , গুজরাট ও রাজস্থান । অধিক থেকে অধিকতর রোগী বিভিন্ন বড় হাসপাতালে ভর্তি হওয়ার দরুণ নয়াদিল্লীতে বড় বড় হাসপাতালে রক্ত সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে । দিল্লীর কেন্দ্রশাসিত ডিস্ট্রিক্ট সরকার নাগরিকদের বিভিন্ন সরকারী হাসপাতালে রক্ত দানের আহবান জানিয়েছে । ভারতের মন্ত্রী সভা সমগ্র দেশের বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় ওষুধপত্র ও রক্তের চাহিদা মেটানোর জন্য অধিবেশনের আয়োজন করেছে এবং সমগ্র দেশের ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যালয় গঠন করেছে । সরকার দেশের ৩০টি হাসপাতালে ডেঙ্গু জ্বর রোগীদের জন্য বিনাপয়সায় চিকিত্সা করার ব্যবস্থাও নিয়েছে ।

    ডেঙ্গু জ্বর প্রকোপের গুরুত্ব প্রসঙ্গে ভারতের সংবাদ মাধ্যম মনে করে যে , ডেঙ্গু জ্বর প্রকোপের বিস্তৃতি দেশব্যাপী একটি সংকট হয়ে দাঁড়িয়েছে । কিন্তু সরকার তা নাকচ করে দিয়েছে । ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব পি কে হোটা সম্প্রতি এই মত প্রকাশ করেছেন যে , যদিও বর্তমানে দেশে ডেঙ্গু জ্বর প্রকোপের একটি দুরূহ সময়পর্বে বিরাজ করছে , কিন্তু এই প্রকোপের নিয়ন্ত্রণ হারায় নি । দেশে এখনো বিরাটাকারের কোন প্রকোপ দেখা দেয় নি । সংবাদ মাধ্যম ডেঙ্গু জ্বর প্রকোপের বিস্তৃতির ব্যাপারে যে অতিরিক্তভাবে প্রচার করছে , সরকারের কোন কোন কর্মকর্তা তাও অভিযোগ করেছেন । কারণ এতে জনসাধারণের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে । দিল্লী সরকার ও দিল্লী-পৌর সভা ডেঙ্গু জ্বর প্রকোপের বিস্তৃতি রোধ করার যে কার্যকর ব্যবস্থা নেয় নি , দিল্লী হাইকোর্ট এ ব্যাপারে অভিযোগ করেছে ।

    ডেঙ্গু জ্বর মশার মাধ্যমে সংক্রমিত হয় । মশার আবাসিক এলাকার নানান প্রকার জলাশয়ের উপর নির্ভর করে বংশ বিস্তার করে থাকে । এ পর্যন্ত এই ধরনের সংক্রামক রোগের কোনো প্রতিষেধক টিকা পাওয়া যায় নি । সুতরাং মশার নিধন করা ডেঙ্গু জ্বরের বিস্তৃতি ও সংক্রমণ রোধ করার একটি গুরুত্বপূর্ণ উপায় । ভারতের সংবাদ মাধ্যম বলেছে , ভারতে ডেঙ্গু জ্বরের প্রকোপ নিশ্চিহ্ন করার লক্ষে একটি অভিযান শুরু হয়েছে । ডেঙ্গু জ্বর কবলিত এলাকাগুলোতে মশার প্রতিরোধ ও নিধনের ওষুধ বিক্রির পরিমাণ বিপুলমাত্রায় বেড়ে গেছে । বিভিন্ন অঞ্চলে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ জোরদার হয়েছে । শহরের পানি জমে থাকা স্থানগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন ও মশা নিধনের কাজ করা যায় , সেজন্য নয়াদিল্লীর পৌর কর্তৃপক্ষ আরো ২ হাজার ৪ শো কর্মী পাঠিয়েছে । ডেঙ্গু জ্বর কবলিত বেশ কয়েকটি অঞ্চলের বাড়িতে বাড়িতে পরীক্ষা ও মশার নিধনের ওষুধ স্প্রে করার কাজ চালানো হচ্ছে ।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা ভারতে ডেঙ্গু জ্বর প্রকোপের বিস্তৃতিতে উদ্বেগ প্রকাশ করেছেন । সম্প্রতি জেনেভায় অনুষ্ঠিত ডেঙ্গু জ্বর সংক্রান্ত একটি আন্তর্জাতিক অধিবেশনে বিশেষজ্ঞরা তুলে ধরেন যে , গত কয়েক বছর ভারতে নগরায়নের গতি দ্রুততর হওয়ায় ভারতের এবারকার ডেঙ্গু জ্বর প্রকোপ দেখা দিয়েছে । শহরে জনসংখ্যা দ্রুত বেড়ে গেছে , কিন্তু কলের পানি সরবরাহ ও জঞ্জাল সরানো ইত্যাদি অবকাঠামো ব্যবস্থার নির্মাণকাজ পশ্চাতে আছে । এতে ডেঙ্গু জ্বর প্রকোপ দ্রুত বিস্তৃত হয়েছে ।