চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ৯ অক্টোবর উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার বিরোধিতা করে একটি বিবৃতি প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ৯ অক্টোবর উত্তর কোরিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধিতা উপেক্ষা করে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। চীন সরকার তীব্রভাবে এর বিরোধিতা করে।
বিবৃতিতে চীন সরকারের মতামত বরাবরের মত পুনরায় জোরালোভাবে তুলে ধরা হয়েছে, তা হলো কোরীয় উপদ্বীপে পরমাণু-মুক্ত অঞ্চল বাস্তাবায়ন করা এবং পারমাণবিক বিস্তৃতির বিরোধিতা করা। চীন উত্তর কোরিয়াকে তার প্রতিশ্রুতি অনুসরণ করে পরিস্থিতি আরো খারাপ হওয়া থেকে বিরত থেকে ছ'পক্ষীয় বৈঠকে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।
উত্তর-পূর্ব এশিয় অঞ্চলের শান্তি ও পরিস্থিতি সুরক্ষা করলেই কেবল সংশ্লিষ্ট পক্ষের অভিন্ন স্বার্থের সঙ্গে তা সংগতিপূর্ণ হবে। চীন সরকার বিভিন্ন পক্ষের সঙ্গে ঠান্ডা মাথায় সংলাপের পদ্ধতি নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে। চীন এর জন্য লনবরত প্রচেষ্টা চালাবে।
|