জার্মানীর পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্ক ওয়াল্টার স্টেইনমেয়ার ৮ অক্টোবর বার্লিনে ইরানী নেতার কাছে আন্তর্জাতিক সম্প্রদায়কেপুনরায় বৈঠক শুরু করতে ইচ্ছুক এমন এক স্পষ্ট নির্ভুল সংকেত দেয়ার আবহান জানিয়েছেন।
তিনি বলেছেন,ই ইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক শীর্ষপ্রতিনিধি জাভিয়ের সোলানা এবং তিনি নিজেই ইরানের প্রধান প্রতিনিধি আলি লারিজানির সঙ্গে যে আলোচনা করেছেন সেগুলোর কোনো ফল বয়ে আনে নি । এ জন্যে তিনি অত্যন্ত হতাশ হয়েছেন । তিনি বলেছেন,আন্তর্জাতিক সম্প্রদায়কেকার্যকর করতে হবে এবং বাস্তব ব্যবস্থার মাধ্যমে তাদের ঐক্য প্রমাণ করতে হবে।
স্টেইনমেয়ার বলেছেন,জাতিসংঘ নিরাপত্তাপরিষদ ইরানের উপরসম্ভাব্য যে শাস্তি নিয়ে আলোচনা করবে তার অর্থ এই দাঁড়াবে না যে ,ইরানের পরমাণু সমস্যা নিয়ে আলোচনা করার সম্ভাবনা বাদ দেয়া হয়েছে।
একই দিন ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মোঃ আলি হোসাইনি বলেছেন ,ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা একেবারেই গ্রহণযোগ্য নয়। ইরান স্পষ্ট ভাষায় এমন দাবীকে প্রত্যাখ্যান করেছে।
|