v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-09 16:49:48    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৬/১০/০৯

cri
    ১৯৩৪ সাল থেকে ১৯৩৬ সাল পর্যন্ত জাপানী আগ্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ এবং দেশের অভ্যন্তরে সামরিক শক্তিগুলোর অপ্রয়োজনীয় সংঘাত এড়ানোর জন্যে চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন লাল ফৌজ দু'বছরের মধ্যে ১২ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে চীনের ১৪টি প্রদেশেরশত্রু বাহিনীকে পরাজিত করা এবং দুরূহ প্রাকৃতিক অবস্থার মুখেও লাল ফৌজের তিনটি বাহিনীকে ইয়াং সি নদীর অববাহিকা থেকে নিরাপদে উত্তর পশ্চিমাঞ্চলে পৌঁছানো এবং জাপানের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ অব্যাহত রেখে চীনের বিপ্লবী ব্রত উন্নয়নের লক্ষ্যে অনুকুল অবস্থার সৃষ্টি করেছিল। চীনের লাল ফৌজের এই মহা অভিযান চীনে লং মার্চ বলে পরিচিত। চীনের জনসাধারণের মধ্যে লং মার্চের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কাহিনী মুখে মুখে প্রচলিত রয়েছে। ১১ অক্টোবর সমাজ দর্পণ আসরে শি চিং উ চীনের বিখ্যাত লং মার্চ সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

    চীনা মাটির জন্য চীন সারা বিশ্বে বিখ্যাত। চীনে চীনা মাটির জন্য সবচেয়ে বিখ্যাত শিল্পনগরের নাম চিংতেচেন। সম্প্রতি আমাদের সংবাদদাতা এই শিল্পনগর সফর এসেছেন। চিংতেচেন ঘুরে আমাদের সংবাদদাতা গভীরভাবে মুগ্ধ হয়েছেন । চীনা মাটির সংস্কৃতি এখন নগর জীবনের সকল ক্ষেত্রে অতি প্রয়োজনীয়। ১২ অক্টোবর অর্থনীতির অগ্রযাত্রা আসরে লি ইউয়েন শান আপনাদের চীনা মাটি শিল্পের প্রাচীন নগর চিংতেচেনের সম্পর্কে কিছু কথা শোনাবেন।

    মধ্য চীনের হোনান প্রদেশ হচ্ছে চীনের প্রাচীন সভ্যতার উত্স স্থলের অন্যতম। সুদীর্ঘ ইতিহাসে হোনান প্রদেশে বিপুল পরিমাণ ঐতিহাসিক সাংস্কৃতিক পুরাকীর্তি রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, চীনের বিভিন্ন প্রদেশের মধ্যে হোনানে আবিষ্কৃত পুরাকীর্তির সংখ্যা সবচেয়ে বেশি। হোনান জাদুঘর হচ্ছে চীনের তিনটি বৃহত্তম জাদুঘরের একটি। ১২ অক্টোবর চলুন বেড়িয়ে আসি আসরে আপনাদের হোনান জাদুঘরের কিছু তথ্য জানাবেন।

    চীনে নু জাতি অল্প লোকসংখ্যার জাতিগুলোর মধ্যে অন্যতম। তারা প্রধানতঃ দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুনান প্রদেশের নু নদীর অববাহিকায় বসবাস করছে। পর্বতমালায় আবৃত এই এলাকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত পশ্চাত্পদ ছিল। এখন স্থানীয় সরকারের সাহায্যে নু জাতির বেশ কিছু পরিবারে ঘরোয়া হোটেল প্রতিষ্ঠিত হয়েছে। পর্যটন শিল্প চালানোর উপর নির্ভর করে কৃষকরা কিছুটা স্বচ্ছল হয়ে উঠেছেন। ৬ অক্টোবর শুক্রবার সেই গ্রাম এই জীবন আসরে প্রবীন কর্মী থাং ইয়াও খান নু জাতির একটি পল্লী গ্রাম সম্পর্কে আপনাদের কিছু বলবেন। এতে পর্যটন শিল্প উন্নয়নের মাধ্যমে নু জাতির জীবনযাপনের বিভিন্ন দিক সম্পর্কে আপনারা জানতে পারবেন।

    চীনের ৯৬ লাখ বর্গ কিলোমিটার ভূভাগে হান, মঙ্গোলিয়, তিব্বত , হুই প্রভৃতি ৫৬টি জাতির বাস। এ সব জাতির বৈশিষ্ট্য ও সংস্কৃতি বিকাশের জন্য কিছু দিন আগে পেইচিংয়ে সর্বশ্রেষ্ঠ নারী নির্বাচনী কার্যক্রমের আয়োজন করা হয়। ৫৬টি জাতি থেকে নিজ নিজ জাতির একজন সর্বশ্রেষ্ঠ নারী নির্বাচন করা হয়েছে। এই নারীদের জাতীয় ফুল বলে অভিহিত করা হয়। ১৪ অক্টোবর ওরা অনন্য আসরে থাং ইয়াও খান এ সব নারীদের সম্পর্কে আপনাদের নতুন কিছু তথ্য দেবেন।

    তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠানগুলো। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠান শোনার জন্য আগে থেকে সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।