**চীন ও ইতালির প্রধানমন্ত্রী পেইচিংয়ে ইতালির শিল্পকলা প্রদর্শনী পরিদর্শন করেছেন
১৮ সেপ্টেম্বর চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ও পেইচিং সফররত ইতালির প্রধানমন্ত্রী রোমানো প্রোদি চীনের জাতীয় চারুকলা ভবনে ইতালির শিল্পকলা প্রদর্শনী পরিদর্শন করেছেন ।
ইতালির শিল্পকলা প্রদর্শনী হলো ২০০৬ সালে চীনে আয়োজিত ইতালি বর্ষের কর্মসূচীর একটি গুরুত্বপূর্ণ অংশ । এই শিল্পকলা প্রদর্শনীতে ইতালির চিত্রশিল্প , জামা-কাপড় ও নানা ধরনের ডিজাইন প্রদর্শিত হয়েছে ।
**চীনের পরবর্তী পাঁচ বছরের সাংস্কৃতিক উন্নয়নের কর্মসূচী প্রকাশ
সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদ ' একাদশ পঞ্চ বার্ষিক পরিকল্পনাকালে সাংস্কৃতিক উন্নয়নের কর্মসূচী ' প্রকাশ করেছে । এই কর্মসূচীতে পরবর্তী পাঁচ বছরে চীনের সাংস্কৃতিক প্রসারের মতাদর্শগত চিন্তাধারা , মূলনীতি ও প্রধান কর্তব্য সার্বিকভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত চীনের সংস্কৃতির বিকাশের ভবিষ্যত বর্ণনা করা হয়েছে ।
**নবম পেইচিং আন্তর্জাতিক চিত্রশিল্প মেলা উদ্বোধন
চীনের নবম পেইচিং আন্তর্জাতিক চিত্রশিল্প মেলা ২ অক্টোবর পেইচিংয়ে উদ্বোধন হয়েছে । চীন , যুক্তরাষ্ট্র , ফ্রান্স , জাপান , দক্ষিণ কোরিয়া , রাশিয়া ও সিংগাপুরসহ দশ-বারোটি দেশ ও অঞ্চলের প্রায় দশ হাজার চিত্রকর্ম এই মেলায় প্রদর্শিত হয়েছে ।
চীনের বিখ্যাত চিত্রশিল্পীউ কুয়ান চুন , চু তে ছুন , লিউ তা ওয়ে ও লো চুন লির চিত্রকর্ম আর রাশিয়ার রেপিন চারুকলা একাডেমীর প্রধান ইরেমেয়েভের ভাষ্কর্যও এই মেলায় স্থান পেয়েছে ।
মেলায় ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমস প্রচারের জন্য শিল্পীদের তৈরী অলিম্পিক গেমস সম্পর্কিত ভাষ্কর্যও মেলায় স্থান পেয়েছে ।
**চীনের ৩৬৮ ওডিও ভিডিও দোকানের লাইসেন্স বাতিল
চীনের জাল কপি দমন বিভাগের একটি খবরে বলা হয়েছে , ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চীনের ১৯টি প্রদেশ ও শহরের ৩৬৮টি ওডিও ভিডিও দোকানের লাইসেন্স বাতিল করা হয়েছে । এর মধ্যে উত্তর-পূর্ব চীনের চিলিন প্রদেশে ৯৯টি , মধ্য চীনের হোনান প্রদেশের ৭৪টি আর দক্ষিণ চীনের কুয়াং তুং প্রদেশে ২৯ দোকানের লাইসেন্স বাতিল হয়েছে ।
গত ১৫ জুলাই থেকে শুরু হওয়া জাল কপি দমন অভিযানের আকার বড় । এই অভিযানের উদ্দেশ্য হলো সি ডি , ভিসিডি ও সফ্টওয়ারের জাল কপি আটক করা ।
**বৃহতম খাল সংক্রান্ত শীর্ষ ফোরাম চিনিন শহরে অনুষ্ঠিত
চীনের বৃহতম খাল সংক্রান্ত শীর্ষ ফোরাম সম্প্রতি চীনের সাংতুং প্রদেশের চিনিন শহরে অনুষ্ঠিত হয়েছে । চীনের বিভিন্ন স্থানের ৬০জন বিশেষজ্ঞ ও পন্ডিত এই ফোরামে অংশ নিয়েছেন । তারা চিংহান বড় খাল বরাবর অঞ্চলের ঐতিহাসিক ও সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষার বিষয় নিয়ে আলোচনা করেছেন । চিংহান বড় খালের মোট দৈর্ঘ্য ১ হাজার ৭ শ' ৮৯ কিলোমিটার। ২ হাজার ৬ শ' বছরের পুরনো এই খাল চীনের একটি দক্ষিণ-উত্তর নৌপরিবহন পথ ।
|