v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-09 15:31:43    
চীনের নৃত্যশিল্পের অস্কার

cri
    পিচফল কাপ অষ্টম নৃত্য প্রতিযোগিতা ১০ দিন চলার পর ১৮ আগষ্ট পেইচিংয়ে সমাপ্ত হয়েছে । ১০৭টি শিল্পী দলের ৩ হাজার ৬শ'র বেশী নৃত্য শিল্পী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে ।

    লোকনৃত্যের ফাইনাল প্রতিযোগিতায় ব্যবহার করা বাদ্যযন্ত্র সবই ঐতিহ্যিক চীনা বাদ্যযন্ত্র । প্রতিযোগিতায় তিব্বতী নৃত্যশিল্পী বিলুপ্তপ্রায় এন্টিলোপ সেজে নেচেছেন । উইগুর জাতির নৃত্যশিল্পী রাণীর শিকারের নৃত্য পরিবেশন করেছেন । তাই জাতির নৃত্যশিল্পীর পরিবেশন করা ' চানহান 'নামে নৃত্যটি লোকনৃত্যের দ্বিতীয় শ্রেণীর পুরষ্কার পেয়েছে । নৃত্যশিল্পী সুন চিয়ে সাংহাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের ছাত্রী । তিনি তাই জাতির ঐতিহ্যিক পোশাক পরে এই পরিবেশন করেছেন । অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেছেন , এই নৃত্যে তাই জাতির একজন যুবতী মেয়ের প্রেমে পড়ার অনুভূতি প্রকাশ করা হয়েছে । প্রথমে এই সুন্দরী মেয়ে নদীর পাশে বসে আয়নার মতো নদীর পানি থেকে নিজের মুখ দেখেন । তিনি নিজের সুন্দর মুখ দেখতে দেখতে প্রেমের কথা স্মরণ করেন । অনেকে মনে করেন তাই জাতির মেয়েরা শান্ত ও দুর্বল । কিন্তু প্রেমে পড়া মেয়েরা মনের ভালোবাসা প্রকাশের সময় উদ্যমীও হতে পারেন । এই নাচে তাই জাতির মেয়েদের পানির মতো স্বচ্ছ ও উদ্যম মনোভাব প্রকাশপেয়েছে।

    প্রথম পিচফল কাপ নৃত্য প্রতিযোগিতা ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয় । প্রতি তিন বছর পর পর এই প্রতিযোগিতা আয়োজন করা হয় । চীনের নাচের অস্কার বলে পরিচিত এই প্রতিযোগিতায় লোকনৃত্য ছাড়া প্রাচীন নৃত্যও বৈশিষ্ট্যপূর্ণ । নৃত্য পরিবেশনের সময় নৃত্যশিল্পীরা প্রাচীনকালের পোশাক পরে ইতিহাস বা প্রাচীন উপন্যাসের চরিত্র সৃষ্টি করেন । মঞ্চে প্রাচীন নৃত্য এক ঐতিহ্যিক ছবির মতো দেখায় , নৃত্যশিল্পী ছবিতে আঁকা চরিত্র । এই প্রতিযোগিতায় প্রথম শ্রেণীর পুরষ্কার বিজয়ী নৃত্যশিল্পী ' ছু ইউয়েন ' নামে একটি প্রাচীন নৃত্যে ২০০০ হাজার বছর আগে অন্ধকার সমাজের প্রতি দেশপ্রেমিক কবি ছু ইউয়েনের মনের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন । এই প্রাচীন নৃত্য দশর্কদের ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ।

    পিচফল কাপ নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নৃত্য শিল্পীরা সাধারণতঃ ছোট বেলা থেকেই নাচ শিখতে শুরু করেন । একজন নৃত্য শিল্পীর প্রশিক্ষণ শেষ করতে প্রায়দশ বছর লাগে । নৃত্য চর্চার পাশাপাশি নাচের পটভূমি উপলব্ধির জন্য তাদেরকে অনেক বই পড়তে হয় । অনেক খ্যাতনামা নৃত্যশিল্পী এই নৃত্য প্রতিযোগিতায় অংশ নিয়ে খ্যাত লাভ করেন । তাই অনেকে এই প্রতিযোগিতাকে চীনের নৃত্যশিল্পীর দোলনা বলেন । গত বারের প্রতিযোগিতার প্রাচীন নৃত্যের চ্যাম্পীয়ন ওয়াং রেই সাংবাদিককে বলেছেন , এই পুরষ্কার আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । পুরষ্কার পাওয়ার পর আমার জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি আয়ও অনেক বেড়েছে । এখন নৃত্যের মান বজায় রাখা আমার সবচেয়ে বড় সমস্যা । শুধু বজায় রাখা যথেষ্ট নয় , আমাকে আরো এগিয়ে যেতে হবে । তাই আমার পক্ষে এই প্রতিযোগিতা প্রেরণা ও চাপ দুটোই রয়েছে ।

    চীনের সর্বোচ্চ মানের নৃত্য প্রতিযোগিতা হিসেবে পিচফল কাপ নৃত্য প্রতিযোগিতা নৃত্য শিল্পীদের আদান-প্রদানের সুযোগ সৃষ্টি করেছে । যুক্তরাষ্ট্র , সিংগাপুর , হংকং , ম্যাকাও ও তাইওয়ানের শিল্পীরাও আমন্ত্রণক্রমে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন । তাইওয়ানের তাইপে শহরের নৃত্য শিক্ষক ছেন ইয়োন চিয়া বলেছেন , আমি আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে প্রাণালীর দুই পারের নৃত্যশিল্পীরা পরস্পরকে অভিজ্ঞতা বিনিময় করবেন । তাইওয়ানের আধুনিক নৃত্যের মান উচু । আশা করি , এই প্রতিযোগিতায় অংশ নেয়ার মাধ্যমে তাইওয়ানের নৃত্যশিল্পীরা মূলভূভাগের ঐতিহ্যিক নাচ শিখবেন ।

    এই প্রতিযোগিতা নৃত্য অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে । প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের পরে দিন প্রতিযোগিতার সব কটি দিনের টিকিট বিক্রি হয়েছে । দক্ষিণ কোরিয়ার ছাত্রী মিস কিম বলেছেন , দক্ষিণ কোরিয়ায় মাত্র একটি জাতি আছে , চীনে অনেক সংখ্যালঘু জাতি আছে , তাই তাদের নাচ বৈশিষ্ট্যপূর্ণ । শিল্পীদের পোশাকও সুন্দর , আমি চীনের নাচ দেখতে পছন্দ করি ।