পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ৮ অক্টোবর বলেছেন, বর্তমানে পাকিস্তানের ভূমিকম্প দুর্গত এলাকার অবস্থা উন্নত হচ্ছে। দুর্গত মানুষদের পুনর্ব্যবস্থার কাজ ২০১০ সালে শেষ হবে।
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের রাজধানী মুজাফারাবাদে দক্ষিণ এশিয়া ভূমিকম্পের এক বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। মুশাররফ এক ভাষণে বলেছেন, গত বছরের ভূমিকম্পে ৬ হাজার কিলোমিটারের সড়ক ধ্বংস হয়েছে। কিন্তু পাকিস্তান সরকার, সেনাবাহিনী, জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মিলিত প্রচেষ্টায় দুর্যোগপূর্ণ এলাকার অবস্থা অনেক উন্নত হয়েছে। প্রায় ৫ লাখ দুর্গত মানুষ ত্রাণ সাহায্য পেয়েছেন। বহু সংখ্যক শিবির তাদের হাতে ছেড়ে দেয়া হয়েছে।
|