শ্রীলংকার পুলিশ ৭ অক্টোবর বলেছে, সরকারী-বাহিনী তামিল টাইগারদের সঙ্গে এদিন বাত্তিকালোয়া অঞ্চলে অব্যাহতভাবে গুলি বিনিময় করেছে। এতে সরকারী বাহিনীর দু'জন সৈন্য এবং চল্লিশ জনেরও বেশী টাইগার সদস্য নিহত হয়েছে।
এবারের যুদ্ধ ৬ অক্টোবর ভোরে শুরু হয়। তখন টাইগার সদস্যরা শ্রীলংকার সরকারী বাহিনীর অবস্থানের ওপর হামলা চালায়। এরপর সরকারী বাহিনী পাল্টা জবাব দেয়।
শ্রীলংকা সরকার এবং টাইগার গেরিলাদের উভয় পক্ষ আলোচনা পুনরুদ্ধার করতে রাজী হওয়ার পর এবারের গুলি বিনিময় ঘটেছে। শ্রীলংকার সরকার ৫ অক্টোবর প্রকাশিত একটি বিবৃতিতে বলেছে, শ্রীলংকা সরকার ২৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সুইজারল্যান্ডে টাইগার গেরিলাদের সঙ্গে আলোচনা পুনরুদ্ধার করতে রাজী হয়েছে। বর্তমানে সরকার দাখিলকৃত আলোচনার তারিখ ও ঠিকানা গ্রহণ করবে কিনা টাইগার গেরিলারা এ প্রসঙ্গে কিছু বলেনি।
|