চীনের পিপল্স ডেইলী পত্রিকার এক খবর থেকে জানা গেছে , পয়লা অক্টোবর থেকে ৭ই অক্টোবর পর্যন্ত চীনের জাতীয় দিবসের ছুটিতে চীনের নাগরিকরা মোট তিন শ' বিলিয়ন ইউয়ান ব্যয় করেছেন , এটা গত বছরের একই সময়ের তুলনায় ১৪.৫ শতাংশ বেশি ।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে , জাতীয় দিবসের ছুটিতে সমগ্র দেশের বাজারে পন্যদ্রব্যের সরবরাহ পর্যাপ্ত , নাগরিকদের কেনাকাটা বেশি ছিল । তবে বাজারে পন্যদ্রব্যের দামের তারতম্য বেশি ছিল না ।
জানা গেছে , ছুটি চলাকালে মোবাইল ফোন , তরল ক্রিস্টাল টেলিভিশন সেট ও ডিজিটাল ক্যামেরা ইত্যাদি পন্যের বিক্রি বিপুল পরিমান বেড়ে যায় ।
|