নেপাল সরকার ও সরকার-বিরোধী দলের নেতারা ৮ অক্টোবর কাঠমন্ডুতে বৈঠকে মিলিত হয়েছেন । এইভাবে ৪ মাস ধরে বন্ধ থাকা নেপাল শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু হয়েছে ।
ভারতের এশিয়া বার্তা সংস্থার খবরে প্রকাশ , বৈঠক প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কোইরালার অফিসে অনুষ্ঠিত হয়েছে । কোইরালা এবং সরকার বিরোধী দলের সর্বোচ্চ নেতা পুষ্পা কামাল দাহাল আকা প্রাচান্দা যার যার দল নিয়ে বৈঠকে অংশ নেন । জানা গেছে , বৈঠকে প্রধানত দুপক্ষের সশস্ত্র দল ও অস্ত্রশস্ত্র তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ এবং যথাশীঘ্রই বিধানসভার নির্বাচনতারিখ স্থির করার বিষয় নিয়ে আলোচনা করা হবে ।
|