৮ অক্টোবর চীনের রেল মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান থেকে জানা গেছে , পয়লা থেকে ৭ অক্টোবরপর্যন্তচীনের সাত দিনব্যাপী জাতীয় দিবসের ছুটিতে মোট ৪ কোটি ২০ লাখ চীনা মানুষ ট্রেনে করে ভ্রমণ করেছেন । গত বছরের একই সময়ের তুলনায় এটা ৩৬ লাখ ৮০ হাজার বেশি ।
চীনের রেল মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন , পয়লা অক্টোবর মোট ৫১ লাখ ৮০ হাজার লোক রেলগাড়িতে বেড়াতে গিয়েছেন ।
জানা গেছে , জাতীয় দিবসের সাত দিনব্যাপী ছুটিতে সাংহাই ও কুয়াংচৌয়ের তিব্বত অভিমুখী রেলগাড়ি চালু হয়েছে বলে তিব্বত আবার ভ্রমণের এক আকর্ষনীয় জায়গায় পরিণত হয়েছে । পেইচিং, ছেনতু, লানচৌ ও সাংহাইয়ের তিব্বত অভিমুখী রেলগাড়ির যাত্রীর সংখ্যা বেশি ছিল ।
|