দক্ষিণ কোরিয়া ও জাপানের বৈজ্ঞানিকরা ৭ অক্টোবর কোরীয় উপদ্বীপের পূর্বাঞ্চলে মিলিতভাবে সামুদ্রিক তেজস্ক্রিয় দূষণ তদন্ত কাজ শুরু করেছেন ।
১৯৯৫ সালের পর দক্ষিণ কোরিয়া ও জাপান এই প্রথমবার এই জলসীমায় তেজস্ক্রিয় দূষণ তদন্ত শুরু করল । দক্ষিণ কোরিয়ার একজন কর্মকর্তাবলেছেন , যৌথ তদন্তকাজ ৮ দিন চলবে । কোরিয় ভাষায় দোকদো আর জাপানী ভাষায় তাকেশিমার আশেপাশে জলসীমা সহ ৬টি জায়গায় তদন্তকাজ চালানো হচ্ছে । তদন্ত চলাকালে দুপক্ষ পরস্পরের কাছে তিনজন তদন্তকারী লোক পাঠাবে , তদন্তকারীরা অপরপক্ষের জাহাজে করে তদন্ত কাজ চালাবেন এবং তদন্ত শেষে তথ্য বিনিময় করবেন । আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রতিনিধিরাও তদন্তকাজে অংশ নেবেন ।
গত শতাব্দীর ৫০ থেকে ৯০ দশক পর্যন্ত সাবেক সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক ডুবজাহাজ রাশিয়ার দূর প্রাচ্য শহর ভ্লাদিভোস্টোকের আশেপাশে পারমাণবিক দূষিত দ্রব্য ফেলে দেয় । ফলে সাগর তেজস্ক্রিয় দূষণে দুষিত হয় । ১৯৯৫ সাল থেকে এ পর্যন্তপ্রত্যেক বছরে দক্ষিণ কোরিয়া ও জাপান তিন দেশের যৌথ জলসীমায় সামুদ্রিক তদন্ত চালায় । যাতে তেজস্ক্রিয় দূষণের প্রভাবমূল্যায়ন করা যায় ।
|