চীনের রাষ্ট্রীয় পরিষদের পূর্ব চীনের পুনরুত্থান বিষয়ক প্রধানচাং কো পাও বলেছেন, পূর্বচীনের কয়লা খনির পুনর্নির্মানে চীনের কেন্দ্রীয় সরকার এ পর্যন্ত মোট ৩০০ কোটি ইউয়ান বরাদ্দ করেছে ।
উল্লেখ্য , পূর্ব চীন অঞ্চল কয়লা উত্পাদনের গুরুত্বপূর্ণ ঘাঁটি । চীনের এক দশমাংশ কয়লা পূর্বচীনে উত্পাদিত হয় । পূর্বচীনেরবিরাট আয়তনের কয়লা খনি ধসে পড়ায় স্থানীয় এলাকার জনসাধারণের নিরাপত্তা হুমুকীর সম্মুখীন হয়েছে । এ জন্যে ২০০২ সালে চীন সরকার বাড়িঘর মেরামত ও মজবুত করা , আংশিক ক্ষতিগ্রস্ত স্কুল, হাসপাতাল, সড়কপথ, পানি লাইন মেরামত করা , নতুন স্কুল , হাসপাতাল ও কিন্ডারগার্টেন নির্মাণ সহ নানা ব্যবস্থা নিয়েছে ।
পরিকল্পনা অনুযায়ী এ বছরের শেষ দিকে চীন পূর্বাঞ্চলেরকয়লা খনির পুনর্নির্মাণ কাজ সম্পন্ন করবে ।
|