 জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজো গত শুক্রবার টোকিওতে আবার ঘোষণা করেছেন , প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মহাযুদ্ধ সম্পর্কে উপলব্ধির প্রশ্নে তিনি জাপানের পরাজয়ের ৫০তম বার্ষিকী উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী মুরাইয়ামা তোমিইচির দেয়া গুরুত্বপূর্ণ বক্তব্যের মর্মবস্তু মেনে চলবেন ।
জাপানের প্রতিনিধি পরষদের বাজেট কমিটিতে বিভিন্ন পার্টির প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেছেন । তিনি আরো বলেন , মুরাইয়ামা তার বিবৃতিতে বলেছিলেন , জাপান ভুল জাতীয় নীতি অনুসরণ করেছিল ।
আবে বলেছেন , দ্বিতীয় মহাযুদ্ধ বহু জাপানীর জন্যে দু:খকষ্ট এনে দিয়েছে এবং এশিয়ার বিভিন্ন দেশের জন্যেও ডেকে এনেছে বিরাট বিপর্যয় । জাপানের তখনকার নেতারা এর জন্যে পুরোপুরিই দায়ী ছিলেন । এটি বাস্তব সত্য ।
|