চলতি বছরের প্রথম ছ'মাস, চীনের রেনমিনবির বিনিময় হার কিছুটা বেড়েছে।
৬ অক্টোবর এক রিপোর্টে চীনের জাতীয় মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যুরোএ খবর প্রকাশ করেছে। জানা গেছে, বর্তমান চীনের বিদেশী মুদ্রা বাজারের বিনিময় অব্যাহতভাবে সম্প্রসারিত হয়েছে। বিনিময়ের ধরনও অব্যাহতভাবে সমৃদ্ধ হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, দ্বিতীয়ার্ধে মুদ্রা নিয়ন্ত্রণ ক্ষেত্রে চীন অব্যাহতভাবে বাজারায়নের দিকে লক্ষ্য রাখে। অধিকতরভাবে বিদেশী মুদ্রা ব্যবস্থার সংস্কার করা, মুদ্রা নিয়ন্ত্রণ উন্নত করা, বিদেশী পুঁজির নিয়ন্ত্রণ জোরদার করা এবং স্থিতিশীলভাবে রেনমিনবি পুঁজি প্রকল্পের বিনিময় করা হবে। যাতে আন্তর্জাতিক আয় ও ভারসাম্য ত্বরান্বিত করা যায়।
|