জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান ৬ অক্টোবর এক বিবৃতিতে উঃ কোরিয়ার উদ্দেশ্যে পরমাণু পরীক্ষা না করা এবং অবিলম্বে শর্তহীনভাবে কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা নিয়ে ছ'পক্ষীয় বৈঠকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। যাতে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে শান্তিপূর্ণ ও সার্বিকভাবে এই সমস্যা সমাধান করা যায়।
বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, উঃ কোরিয়ার পরমাণু পরীক্ষা চালানোর ওপর নিরাপত্তা পরিষদ নিবিড় মনোযোগ রাখছে। তিনি বলেন, উঃ কোরিয়ার আনুমানিক পরমাণু পরীক্ষা অঞ্চলে ও এর বাইরের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার হুমকি বয়ে আনবে। যদি উঃ কোরিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানের পরোয়া না করে পরমাণু পরীক্ষা চালায়, তাহলে নিরাপত্তা পরিষদ 'জাতিসংঘ সনদ' অনুযায়ী ব্যবস্থা নিবে।
বিবৃতি প্রকাশ করার পর, দঃ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় ৭ অক্টোবর প্রকাশিত বিবৃতির সমর্থন করেছে। দক্ষিণ কোরিয়া বলেছে, উঃ কোরিয়ার উপল্বদ্ধি করতে হবে যে, পরমাণু পরীক্ষা তার জন্য কোনো কল্যান করে আনবে না।
|