৭ অক্টোবরভারতের সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে চীন ও দঃ কোরিয়ার মান ভারতকে অতিক্রম করেছে।
'হিন্দুস্তান টাইমস' পত্রিকার ৭ অক্টোবরের খবর অনুযায়ী, ৬ অক্টোবর মুম্বাই প্রযুক্তি ইন্সটিটিউটে ভাষণ দেয়ার সময় মি. সিং এ কথা বলেন। তিনি বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে চীনের মান ভারতকে আতিক্রম করছে বলে ভারতের বিজ্ঞানীদের উত্কন্ঠা বেড়েছে। ভারতীয় মানুষদের এই অবস্থা উত্তরণের চেষ্টা করা উচিত।
ভারতের সংবাদ মাধ্যম বলেছে, গত ২৫ বছরে, চীনের বৈজ্ঞানিক গবেষণা ফল ভারতের ২৫ গুণ। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে চীনের বরাদ্দ জি এন পি'র ১.৩ শতাংশ এবং আগামী ৫ বছরে ২.৫ শতাংশ উন্নীত করবে। কিন্তু এ পর্যন্ত বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ভারতের বরাদ্দ জি এন পি'র ০.৮ শতাংশ ।
|