|
 |
(GMT+08:00)
2006-10-06 19:17:36
|
 |
শ্রীলংকা সরকারী বাহিনী ও তামিল টাইগারদের মধ্যে সংঘর্ষ
cri
৬ অক্টোবর ভোরে শ্রীলংকার সরকারী বাহিনী এবং তামিল টাইগারদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। এতে ২২ জন টাইগার সদস্য মারা গেছে। কিন্তু এর আগে দু'পক্ষ আলোচনা পুনরায় করতে রাজি হয়েছে। শ্রীলংকার রাষ্ট্রীয় নিরাপত্তা ও তথ্য কেন্দ্র প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তামিল টাইগাররা গোলাবর্ষণের মধ্য দিয়ে সরকারী বাহিনীর ঘাটির উপর আক্রমণ চালায়। সরকারী বাহিনী পাল্টা আক্রমনও চালায়। লড়াইয়ে দু'জন সরকারী সৈন্য আহত হয়। এই অঞ্চলে তামিল টাইগারদের ঘাঁটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। অন্য দিকে ৫ অক্টোবর শ্রীলংকার বিমান বাহিনী জাফনা উপ-দ্বিপে অবস্থিত তামিল টাইগারদের একটি সশস্ত্র ঘাঁটির উপর হামলা চালায়। উল্লেখ্য , দু'পক্ষ পুনরায় আলোচনা শুরু করতে রাজি হওয়ার পর এ সব সংঘর্ষ সংঘটিত হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারীতে জেনেভায় দু'পক্ষের মধ্যে এক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এর পর দু'পক্ষের মধ্যে সংঘর্ষ তীব্রতর হয়ে উঠেছে। গত শতাব্দীর আশির দশক থেকে দু'পক্ষের সংঘটিত সংঘর্ষে ৬৪ হাজারেরও বেশী মানুষ নিহত হয়েছে। নরওয়ের মধ্যস্থতায় ২০০২ সালে দু'পক্ষের মধ্যে যুদ্ধ-বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
|
|
|