গত তিন বছরে চীনের নারী মহলের এন জি ও সংস্থা ৩ শ'রও বেশি ভ্রাম্যমান চিকিত্সা গাড়ী পাঠিয়ে পশ্চিম চীনের দরিদ্র এলাকায় নানা ধরণের পরিসেবার কাজ করেছে । এতে ৬০ লাখেরও বেশি লোক লাভবান হয়েছেন ।
এ তত্পরতা " মার স্বাস্থ্য সংক্রান্ত দ্রুতগামী গাড়ী" নামে পরিচিত । এসব ভ্রাম্যমান চিকিত্সা গাড়ী গ্রামাঞ্চলের দরিদ্র নারী ও শিশুদের জন্যে স্বাস্থ্য পরীক্ষা করেছে , স্বাস্থ্যগত প্রশিক্ষণ দিয়েছে , নারী ও শিশুদের মধ্যে বিপুল সংখ্যক ওষুধপত্র ও দলিলপত্র বিলি করেছে এবং ৮০ হাজার গুরুতর রোগীকে বাঁচিয়ে তুলেছে ।
|