গত ৫ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত চীনের ইয়াং সি নদীর তিন গিরিখাত জলাধারে জমিয়ে রাখা পানির উচ্চতা ১৪৫ মিটারে উন্নীত হয়েছে ।
গত ২০ সেপ্টেম্বর রাত ১০ টা থেকে তিন গিরিখাত জলাধারে পানি জমিয়ে রাখার কাজ শুরু হয় । তখন পানির উচ্চতা ছিল ১৩৫.৫ মিটার । এ বছর ইয়াং সি নদীর পানি ইতিহাসের অনুরূপ সময়ের তুলনায় কম বলে পানি জমে থাকার গতি খুবই মন্থর । প্রতিদিন গড়ে ০.৬৩ মিটার বাড়ছে ।
ইয়াং সি নদীর উচ্চ অববাহিকার আবহাওয়া পরিস্থিতির বহুমুখী বিশ্লেষণ থেকে দেখা গেছে , অক্টোবর মাসের মাঝামাঝিও ইয়াং সি নদীর পানি ইতিহাসের অনুরূপ সময়ের তুলনায় অনেক কম হবে বলে তিন গিরিখাত জলাধারে পানি জমে থাকার গতি মন্থর হবে । আগামী ২০ অক্টোবর পানির উচ্চতা ১৫৬ মিটারে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে । তখন তিন গিরিখাত বিদ্যুত কেন্দ্রের বিদ্যুত উত্পাদন বিরাট মাত্রায় বেড়ে যাবে । একই সংগে নৌ চলাচলের ক্ষেত্রে তিন গিরিখাত প্রকল্প আরো ফলপ্রসূ ভূমিকা পালন করবে ।
|