২০০৭ সালে চীন মোটর গাড়ির কালো ধোঁয়া নির্গমনের নতুন মানদন্ড বলবত করবে । তখন প্রতিটি ইঞ্জিনের কালো ধোঁয়া নির্গমনের পরিমাণ এখনকার তুলনায় ৩০ শতাংশেরও বেশি কমে যাবে ।
চীনের জাতীয় পরিবেশ সংরক্ষণ ব্যুরোর একজন কর্মকর্তা বলেছেন, গত শতাব্দির আশির দশক থেকে চীনের মোটর গাড়ির দুষণ রোধের কাজ শুরু হয় । ১৯৯৯ সালে চীন মোটর গাড়ির দুষিত পণ্য নির্গমনের বর্তমান মানদন্ড প্রকাশ করে । আগামী বছর নতুন মানদন্ড বলবত করার পর ২০১০ সালে চীন আরো কঠোর মানদন্ড জারি করবে যাতে আবহাওয়ার গুণগত মান উন্নত করা যায় ।
সর্বশেষ এক পরিসংখ্যান থেকে জানা গেছে , চীনে এখন মোট ৩ কোটি ৩০ লাখ মোটর গাড়ি রয়েছে ।
|