জাপান সরকার ৬ অক্টোবর মন্ত্রীসভার এক অধিবেশনে "সন্ত্রাস-বিরোধী বিশেষ ব্যবস্থা সংক্রান্ত আইনের" মেয়াদ আরেক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে । একই দিন এ সংক্রান্ত এক সংশোধনী বিল সংসদের কাছে পেশ করা হবে । এ মাসের মধ্যে বিলটি গৃহীত হবে বলে আশা করা হচ্ছে ।
"৯.১১ ঘটনার পর ২০০১ সালের অক্টোবর মাসে দু বছরব্যাপী " সন্ত্রাস-বিরোধী বিশেষ ব্যবস্থা সংক্রান্ত আইন" জাপানের সংসদে গৃহীত হয় । এ আইন মোতাবেক জাপান সেই বছরের শেষ দিক থেকে ভারত মহাসাগরে নৌ আত্মরক্ষী বাহিনী পাঠাতে শুরু করে । তারপর জাপান ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন প্রভৃতি দেশের যুদ্ধ জাহাজগুলোর জন্যে জ্বালানী ও লজিস্টিক নিশ্চয়তা বিধানের পরিসেবায় নিয়োজিত হয়ে এসেছে ।
|