জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজো ৫ অক্টোবর জাপানের লোকসভায় বলেছেন, জাপান-চীন সম্পর্ক ঘনিষ্ঠ। দু'দেশ রাজনৈতিক সম্পর্ক গভীর করার মাধ্যমে আঞ্চলিক এবং বিশ্ব শান্তির জন্য অবদান রাখবে। তিনি দু'দেশের মধ্যমে ভবিষ্যতে সংলাপ করতে ইচ্ছুক।
তিনি বলেছেন, জাপান-চীন এবং জাপান-দঃ কোরিয়া সম্পর্ক হচ্ছে ঘনিষ্ঠ সম্পর্ক। জাপানের অর্থনীতি এই দুই দেশের সঙ্গে সম্পর্ক ছাড়া চলবে না। ভবিষ্যতে জাপান দু'দেশের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা করবে এবং অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা উন্নয়নের জন্য চেষ্টা করবে। তিনি বলেছেন, জাপান ও চীনের মধ্যে পারস্পারিক ধারণা, লক্ষ্য ও আদর্শ নিয়ে মনখোলা সংলাপ আয়োজন হচ্ছে আস্থাশীল সম্পর্ক প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ।
'মুরায়ামা টমিচি' সংলাপ সম্পর্কে তিনি বলেছেন, দ্বিতীয় বিশ্ব যুদ্ধ এশিয়ার বিভিন্ন দেশে বিরাট বিপর্যয় ও দুঃখ বয়ে এনেছে। তিনি বলেছেন, চীন ও দঃ কোরিয়া আগ্রাসী ও ঔপনিবেশিক শাসনের স্বীকার হয়েছে বলে 'মুরায়ামা টমিচি' সংলাপে স্বীকার করা হয়েছে। এটা হচ্ছে মন্ত্রীসভা গঠিত হওয়ার পর মি. আবের প্রথম বক্তৃতা।
|