চীনের অর্থমন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, চীন বিশেষ পুঁজি দিয়ে, লোক সাহিত্য, সঙ্গীত, নাচ, ঐতিহ্যবাহী হস্তশিল্প ও ঐতিহ্যবাহী চিকিত্সাসহ বিভিন্ন অবৈষয়িক সাংস্কৃতিক পুরাকীর্তির সংরক্ষণ জোরদার করেছে।
বর্তমানে চীনের বিভিন্ন এলাকা এই বিশেষ পুঁজির দেয়ার কাজ শুরু হয়েছে।
প্রতি দু'বছরে চীন একবার জাতীয় পর্যায়ের অবৈষয়িক সাংস্কৃতিক পুরাকীর্তিরপ্রতিনিধি তালিকা অনুমোদন ও প্রকাশ করে। প্রথম জাতীয় পর্যায়ের অবৈষয়িক সাংস্কৃতিক পুরাকীর্তিরপ্রতিনিধি তালিকা চলতি বছরে প্রকাশিত হয়েছে। এর মধ্যে ৫১৮টি প্রকল্প রয়েছে।
|