|
 |
(GMT+08:00)
2006-10-05 20:12:24
|
পাকিস্তান পুলিশ সংসদ ভবনের পাশ থেকে রকেট বোমা উদ্ধার করেছে
cri
পাকিস্তান পুলিশ ৫ সেপ্টেম্বর সকালে সংসদ ভবনের কাছ থেকে দু'টো রকেট বোমা উদ্ধার করেছে। এর পর পুলিশ ঘটনা স্থল অবরুদ্ধ করে রাখে। স্থানীয় টেলিভিশনের এক খবরে বলা হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ব্যক্তিরা ৫ সেপ্টেম্বর সকালে সংসদ ভবনের নিকটর্বতী লন থেকে দু'টো রকেট বোমা ও লান্চার উদ্ধার করেছে। ঘটনা স্থল পাকিস্তানের প্রেসিডেন্ট ভবন, প্রধান মন্ত্রীর সচিবালয় আর পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারী গুরুত্বপূর্ণ অফিসের কাছাকাছি। ঘটনা ঘটার পর , শতাধিক পুলিশ আর নিরাপত্তা বাহিনীর ব্যক্তিরা ঘটনাস্থল অবরুদ্ধ করেছেন। পুলিশ ৮০ জনেরও বেশী ব্যক্তিকে গ্রেফতার করেছে। একটি খবরে বলা হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে বেশীর ভাগ হল আশেপাশে সরকারী ভবনের নির্মান শ্রমিক।
|
|
|