মাঝারী ও ছোট ধরণের শিল্পপ্রতিষ্ঠানের বিকাশে সহায়তার জন্যে চীন বিশেষ তহবিল গঠন করেছে । এ বছর এ তহবিল ৩ বিলিয়ন ইউয়ানে দাঁড়াবে ।
চীনের অর্থ মন্ত্রণালয় সূত্র থেকে এ খবর জানা গেছে ।
চীনের অর্থ মন্ত্রণালয় বলেছে , চীন সরকার মাঝারী ও ছোট ধরণের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিকাশের পরিবেশ আরো উন্নত করবে যাতে এগুলোর ব্যবস্থাপনা ও প্রযুক্তির মান লক্ষ্যনীয়ভাবে উন্নত হয় , এগুলোর স্বনির্ভর সৃজনশীলতা ও বাজারের প্রতিদ্বন্দ্বিতামূলক শক্তি বাড়ে এবং এগুলোর কর্মসংস্থান আহরণের সামর্থ্য সম্প্রসারণ হয় । চীনের অর্থ মন্ত্রণালয় বলেছে , আগামী ৫ বছরের মধ্যে চীনের মাঝারী ও ছোট ধরণের শিল্পপ্রতিষ্ঠানগুলোর উত্পাদন মূল্যের অনুপাত গত বছরের শেষ দিকের মোট জি ডি পির ৬০ শতাংশ থেকে ৬৫ শতাংশে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে ।
উল্লেখ্য যে, চীনে মাঝারী ও ছোট ধরণের শিল্পপ্রতিষ্ঠানগুলোর সংখ্যা ৪ কোটিরও বেশি । এটি চীনের সমস্ত শিল্পপ্রতিষ্ঠনের শতকরা ৯৯.৮ ভাগ । এগুলো চীনের অর্থনৈতিক বিকাশে এক প্রাণশক্তিতে পরিণত হয়েছে ।
|