v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-10-05 19:27:47    
সানপাও সৃষ্ট ছায়াছবি গান

cri

 

   আজকের অনুষ্ঠানে আমি আপনাদের জন্য চীনের বিখ্যাত সংগীত রচয়িতা সান পাও এর লেখা ছায়াছবি'র গান শুনাবো।


    শ্রোতাবন্ধুরা, আপনারা এখন যে গান শুনছেন, তা টিভিনাটক 'হাত ধরাধরি করে'-এর গীতিনাট্যের টাইটেল সঙ্গীত। এই টিভিনাটকে চীনের আধুনিক মানুষের হৃদয়ানিভূতির বর্ণনা করা হয়েছে। কয়েক বছর আগে এই টিভিনাটক চীনের বিভিন্ন টিভি কেন্দ্রে প্রচারের পর ব্যপকভাবে জনপ্রিয় হয়েছে। এর মধ্যে সানপাও এর লেখা গান টিভিনাটকের মান উন্নয়নের পাশাপাশি গানের কথার মধ্য দিয়ে সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা নিখুতভাবে তুলে ধরা হয়েছে। যা মানুষের হৃদয়ে আবেগ আর অনুভূতির ভেতর দিয়ে আলোড়ন জাগাতে সক্ষম হয়েছে।


 

    সানপাও এক সঙ্গীত পরিবারে জন্ম গ্রহণ করেন। তার মা হচ্ছেন একজন বিখ্যাত সংগীত রচয়িতা। ছোটবেলা থেকে তিনি কঠোরভাবে বিশেষ প্রশিক্ষণ লাভ করেছেন। ১৩ বছর বয়সে বেহালা শেখার জন্য তিনি চীনের কেন্দ্রীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের আওতাধীন স্কুলে অধ্যয়ন করেছেন। ১৯৮৬ সাল তিনি ভাল ফলাফলের ভিত্তিতে চীনের কেন্দ্রীয় সংগীত ইন্সটিটিউটের সংগীত পরিচালনা বিভাগে প্রবেশ করেছেন। বিশ্ববিদ্যালয়ে থাকার সময় তিনি অনেক জনপ্রিয় গান রচনা করেছেন। ১৯৯৩ সাল থেকে তিনি চীনের 'তা দি রেকর্ড প্লেয়ার কোম্পানি'-র সঙ্গীত পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সে সময় তিনি বহু জনপ্রিয় গান সৃষ্টি করেছেন। ফলে চীনের জনপ্রিয় সংগীত ক্ষেত্রের জন্য এক নতুন প্রানশক্তি এনে দিয়েছেন। ১৯৯৭ সালের পর থেকে সানপাও ব্যতিক্রমী বিষয় ছায়াছবির গানের ক্ষেত্রে এক নতুন দিক নির্দেশনার সৃষ্টি করেছেন এবং দ্রুতভাবে তিনি এই ক্ষেত্রের প্রধান ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। তিনি ছায়াছবি 'Be there or be squre', 'চিরদিন শেষ হবে না', 'আমার বাবামা' ইত্যাদি ছায়াছবির জন্য সংগীত রচনা করেছেন। এ সব ছায়াছবি খুবই জনপ্রিয়। এ ছাড়াও গীতিনাট্যের জন্য তাঁর লেখা টাইটেল সঙ্গীতও খুবই জনপ্রিয়। এখন শুনুন ছায়াছবি 'Be there or be squre'-র গীতিনাট্যের টাইটেল সংগীত।


    ছায়াছবি 'Be there or be squre'-র গল্পই হলোঃ এক চীনের ছেলে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে হঠাত্ চীনের একটি মেয়ের সঙ্গে দেখা হয়ে যায়। দু'জনের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে যোগাযোগ হয়। তাদের ভেতর দু'জনকে ভালো লাগার অনুভূতির সৃষ্টি হয়। আবার তাদের সম্পর্ক কয়েক বার ভেঙ্গেও যায়। এই পরিচয় থেকে দু'জনের ভালোবাসা আরো গভীর হয়েছে। পরে তারা চীনে ফিরে এসেছে। ছায়াছবি'র ও গীতিনাট্যের টাইটেল সঙ্গীতে এ সব রোমান্টিক গল্পের বিষয় প্রতিফলিত হয়েছে সুন্দরভাবে। গানের কথা হলোঃ এত সংশয় কেন। তোমার হৃদয় অন্যজন পাবে না। সংশয়ে মনের কষ্টটাই বাড়ে। তুমি হৃদয় দিয়ে না চাইলে আমার পাবে না। এই পৃথিবী বড় হওয়ার সঙ্গে সঙ্গে ছোট হয়ে যায়। যদিও আমাদের মধ্যে গত এক জীবনের প্রতিশ্রুতি আছে। আছে পরস্পরের প্রতি অনুপম প্রেম। তাই খুঁজে বের করতেই হবে দু'জনের সঠিক পথের দিশা।

    নেপথ্য সংগীত ব্যক্তিত্ব হিসেবে, সানপাও নিজের লেখা ছায়াছবির গান দিয়ে জনপ্রিয় হয়েছেন। তার সংগীত ছায়াছবি'র সঙ্গে মিশে যেতে পারে। তার সৃষ্ট সংগীত ও কথা ছায়াছবির চেয়েও জনপ্রিয় এবং স্বাধীনভাবে চলার ক্ষেত্রে স্থায়ী জীবনীশক্তি এনে দেয়। তার কাজগুলোতে পুরোপুরিভাবে তার গভীর ক্লাসিক্যাল সংগীতের গুণাবলী ও প্রতিভা ফুটে উঠেছে। সাফল্যের সঙ্গে তিনি ক্লাসিক্যাল ও জনপ্রিয় দুই ধরনের স্টাইল মিশিয়েছেন। বহু ধরনের স্টাইলের জন্য তিনি জনগণের ভালোবাসা অর্জন করেছেন। এখন আমরা এক সঙ্গে অন্য একটি ছায়াছবি 'চিরদিন শেষ হবে না'-র জন্য তার সৃষ্ট গানের কথা বলবো। এই ছায়াছবিতে কর্ম ও জীবনের প্রতি চীনের আধুনিক তরুণ-তরণীদের মনোভাব প্রতিফলিত হয়েছে। গানের কথা হলোঃ বহু বছর ধরে। বহু দেশ প্রদক্ষিণ করেছি। শতাব্দির শেষ পর্যন্ত, ২ হাজার সাল পর্যন্ত আমার এই ঘোরা। মানুষের মধ্য থেকে কখনো শেষ না হবার ঘৃণা আর ভালোবাসা। শেষ হবেনা আকাশ ও ভুমি। গরম ও ঠাণ্ডাও শেষ হবেনা কোনদিন। সুখ ও দুঃখেরও কোন শেষ নেই। দিনের পর দিন, বছরের পর বছর হয়তো এভাবেই চলে যাবে। শীতকালের পর বসন্ত কাল। আবার বসন্তের কার শীত এভাবেই কেটে যাবে দিন।


    হ্যাঁ, প্রিয় শ্রোতাবন্ধুরা, আমরা আজকের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে গেছে। এখন 'যদি আমাকে ভালোবাসো' এই গানটি শুনুন। এটা হচ্ছে একটি টিভিনাটকের জন্য সানপাও এর রচিত গীতিনাট্য টাইটেল সঙ্গীত। টিভিনাটকে গত শতাব্দির ৩০ দশকের সাংহাইয়ের কয়েক জন তরুণ-তরুণীর ভালোবাসার গল্প বর্ণনা করা হয়েছে।


    প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের সুরের ভূবন এখানে শেষ হল, শোনার জন্য ধন্যবাদ, আগামী সপ্তাহে আবার কথা হবে।