ইউ'র সদস্য দেশগুলো গত বুধবার খুব কম সংখ্যাগরিষ্ঠ ভোটে চীন ও ভিয়েতনামে উত্পাদিত চামড়ার জুতোর ওপর আনুষ্ঠানিকভাবে ডাম্পিং সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করেছে । এর পর পরই ইউ'র ব্যবসায়ী সংগঠন ও ক্রেতা সংগঠন এক বিবৃতিতে এ বাণিজ্যিক রক্ষণশীল পদক্ষেপের নিন্দা করেছে । তারা বলেছে , এ পদক্ষেপ যেমন ইউরোপের খুচরা শিল্পপ্রতিষ্ঠান ও ক্রেতাদের স্বার্থের ক্ষতি করবে , তেমনি ইউ'র নির্মাণ শিল্পের প্রতিদ্বন্দ্বিতামূলক শক্তি বাড়ানোর পক্ষেও কল্যানকর হবে না ।
ইউরোপের ব্যবসায়ী সমিতি ও ইউরোপীয় ক্রেতা সংগঠন গত বুধবার এক যুক্ত বিবৃতিতে বলেছে , ইউ সবসময় অন্য দেশগুলোর প্রতি তাদের বাজার খোলার দাবি জানিয়ে এসেছে । অথচ সে নিজেই ডাম্পিং কর আদায়ের মাধ্যমে নিজের শিল্পপ্রতিষ্ঠানকে রক্ষা করছে ।
|