সম্প্রতি চীনের বৃহত্তম পানি আর মাটি সংরক্ষণ সংক্রান্ত বিশ্ব ব্যাংকের ঋণ প্রকল্প চীনের ইয়ুন নান, কুই চৌ, হু পেই, ছোং ছিং চারটি প্রদেশ ও শহরে শুরু হয়েছে।
২০ কোটি মার্কিন ডলারের এই প্রকল্পের নির্মাণ মেয়াদ হচ্ছে ৬ বছর। এর মধ্যে বিশ্ব ব্যাংকের ঋণ হচ্ছে ১০ কোটি মার্কিন ডলার।
জানা গেছে, প্রকল্প শেষ হবার পর, পানি ও মাটির ক্ষয় কাজে লাগানোর হার ৮০ শতাংশরও বেশী এবং বন সংস্কারের হার ৩০ শতাংশরও বেশী হবে। কৃষকের আয় বৃদ্ধি হার একই ধরনের কাজ লাগানো অঞ্চলের চেয়ে ৩০ শতাংশেরও বেশী।
|