তাইওয়ানের কর্তৃপক্ষের আর্থিক বিভাগের পরিসংখ্যান থেকে জানা গেছে, চীনের মূল-ভূভাগ থেকে তাইওয়ানে পাঠানো অর্থের পরিমাণ গত দশ বছরে প্রায় ২৫২ গুণ বেড়েছে। ১৯৯৬ সালের ৯ কোটি ৪০ লক্ষ মার্কিন ডলার থেকে বেড়ে ২০০৫ সালের ২৩.৮৪৬ বিলিয়ন মার্কিন ডলার বেড়েছে।
তাইওয়ানের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, একই সময় তাইওয়ান থেকে চীনের মূল-ভূভাগে পাঠানো অর্থের পরিমাণ প্রায় ২৬ গুণ বেড়েছে। ১৯৯৬ সালের ৬৬ কোটি থেকে ২০০৫ সালের ১৮.১৮৪ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। জানা গেছে, গত দশ বছরে চীনের মূল-ভূভাগ থেকে তাইওয়ানে পাঠানো পুঁজি তাইওয়ান থেকে চীনের মূল-ভূভাগে পাঠানো পুঁজির চেয়ে অনেক বেশী। তাইওয়ানী পুঁজি বিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠান তাইওয়ানেই অর্থ পাঠাচ্ছে। কিন্তু স্বাধীন তাইওয়ানপন্থী মনে করে 'তাইওয়ানকে বিচ্চিয়ে', 'টাকা মূল-ভূভাগে পাঠিয়ে তাইওয়ানকে ঋণগ্রস্ত রাখঅ হচ্ছে।
|