থাইল্যান্ডে চীনের রাষ্ট্রদূত ৪ঠা অক্টোবর থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তির কাছে থাই প্রধানমন্ত্রী ছুলানন্তের কাছে চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও'র অভিনন্দন বাণী পৌঁছে দিয়েছেন ।
ওয়েন চিয়া পাও তার অভিনন্দন বাণীতে বলেছেন , ছুলানন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হওয়ায় তিনি চীন সরকারের পক্ষ থেকে এবং নিজের নামে প্রধানমন্ত্রী ছুলানন্তের প্রতি আন্তরিক অভিনন্দন ও সুভকামনা ব্যক্ত করেছেন ।
অভিনন্দন বাণীতে আরো বলা হয়েছে , দু'দেশের মধ্যে ঐতিহ্যিক বন্ধুত্ব সুপ্রাচীন । দু'দেশের জনগণের মধ্যে আত্মীয় স্বজনের মতো বন্ধুভাবাপন্ন অনুভূতি রয়েছে । দু'দেশের কৌশলগত সহযোগিতা জোরদার করা যেমন দু'দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ , তেমনি তা এই অঞ্চলের শান্তি , স্থিতিশীলতা ও উন্নয়নের জন্যও অনুকূল হবে ।
|