৫৮তম ফ্রান্কফুর্ট আন্তর্জাতিক বই মেলা ৪ঠা অক্টোবর সকালে জার্মানীর ফ্রান্কফুর্টে শুরু হয়েছে।
ফ্রান্কফুর্ট বই মেলা সমিতির চেয়ারম্যান জুরগেন বুস্ বলেছেন , ১১৩টি দেশ ও অঞ্চলের ৭ হাজার ২ শোটি প্রকাশনালয়ের ব্যবসায়ীরা এই বই মেলায় অংশ নিচ্ছেন । বই মেলায় ৪ লাখ মূল বই প্রদর্শিত হচ্ছে।
এবারকার বই মেলায় অংশগ্রহণকারী চীনা প্রতিনিধি দল ১৯টি কোম্পানি ও প্রকাশনালয নিয়ে গঠিত হয়েছে । এই বই মেলায় চীনের ৩ হাজার ৬ শো মূল বইসহ ৪ কোটি কপি বই প্রদর্শিত হচ্ছে । চীনের প্রতিনিধি দলের দায়িত্বশীল ব্যক্তি মাদাম চাং সিয়াও ইং বলেছেন , চীনের বড় বড় প্রকাশনালয় এই বই মেলায় অংশ নিচ্ছে । এবারকার বই মেলায় অংশ নেয়ার জন্য চীন কপি রাইট এবং প্রভাবশালী ও প্রসিদ্ধ মার্কা প্রকাশনালয়ের ওপর ব্যাপক গুরুত্ব দিয়েছে ।
|