জাতিসংঘের উন্নয়ন পরিকল্পনা কার্যালয় এবং বেসরকারী সংস্থা "মানবিক উন্নয়ন প্রকল্পের"উদ্যোগে প্রথম মানবিক উন্নয়ন সম্মেলন ৩ অক্টোবর কেনিয়ার রাজধানী নাইরোবিতে শুরু হয়েছে ।
এবারকার সম্মেলন তিনদিন ধরে চলবে । জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও ত্রাণসাহায্যকারী দেশসমূহ থেকে আসা বিভিন্ন প্রতিনিধিরা বর্তমানে আন্তর্জাতিক মানবিক অবস্থা নিয়ে আলোচনা করবেন । এর আলোচ্য বিষয় হল এইড্স, যক্ষারোগ, ম্যালেরিয়া, পুঁজি বিনিয়োগ ও বাণিজ্য সংক্রান্ত ।
অংশগ্রহণকারীরা সম্মেলনে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ এবং জাতিসংঘের ত্রাণসাহায্য সংস্থার সামর্থ্য উন্নয়নে জাতিসংঘের সংস্কারকে প্রধান বিষয় হিসেবে গুরুত্ব দেয়া এবং এ বিষয়ে জাতিসংঘের ভবিষ্যত উন্নয়নের লক্ষে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন । প্রতিনিধিরা গুণগতমানহীন সামগ্রী মানবিক ত্রাণ সামগ্রী হিসেবে প্রেরণ না করারও আহ্বান জানিয়েছেন ।
জাতিসংঘের ত্রাণসাহায্য প্রকল্প কার্যালয়ের আফ্রিকা অঞ্চলের দায়িত্বশীল একজন কর্মকর্তা উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, প্রচেষ্টা চালিয়ে জাতিসংঘের মানবিক ত্রাণসাহায্য সংস্থার অবস্থার পরিবর্তন করা উচিত । কারণ প্রাকৃতিক দুর্যোগ বা সংঘর্ষ হলে এ সংস্থাটি কেই সর্বপ্রথম ব্যবস্থা নিতে হবে।
|