চীনের নিজের তৈরী গবেষণার নতুন পর্যায়ের শাখা লাইনের যাত্রীবাহী বিমান " সিন চৌ ৬০"-এর মধ্যে মোট ৬টি বিমান বৈদেশিক ব্যবহারকারীদের কাছে লীজ দেয়া হয়েছে । এ বছরের শেষ দিকে আরো ৫টি দেয়া হবে।
চীনে বিমান শিল্পের প্রথম প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এই ৬টি বিমান পৃথক পৃথকভাবে জিম্বাবোয়ে , জাম্বিয়া, লাওস এবং কঙ্গোয় রপ্তানি করা হয়েছে। এ পর্যন্ত , এই " সিন চৌ ৬০"-এর মোট ৩২টি বিমান রপ্তানির লক্ষে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির অন্তর্ভূক্ত আফ্রিকা, এশিয়া, আমেরিকা এবং ওশেনিয়া সহ ৮টি দেশ রয়েছে ।
" সিন চৌ ৬০" হচ্ছে চীনের নিজের তৈরী গবেষণার লব্ধ নতুন পর্যায়ের শাখা লাইন যাত্রীবাহীবিমান ।
|