জাপানের "ইয়মিউভি শিমবুন পত্রিকার"খবরে জানা গেছে, জাপানের পররাষ্ট্রমন্ত্রী আসো টারো এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরোভ গত ৩ অক্টোবর সন্ধ্যায় টেলিফোনে আলোচনা করেছেন । দু'জন একমত হয়েছেন যে, দু'পক্ষের সংশ্লিষ্ট চুক্তি অনুযায়ী উত্তরাংশের চারটি দ্বীপের কাছাকাছি সমুদ্রে মত্স্যশিকার নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বৈঠক আয়োজন করবে ।
বৈঠককালে আসো টারো রাশিয়ার প্রতি সম্প্রতি রাশিয়ার আটক রাখা জাপানী মত্স্যজাহাজকে জাপানের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন, কিন্তু লাভরোভ তা প্রত্যাখ্যান করেছেন ।
১৬ আগস্ট একটি জাপানী মত্স্যজাহাজ উত্তরাংশের চারটি উপদ্বীপের কাছাকাছি কুরিল উপদ্বীপ চেইন সমুদ্র এলাকায় পৌঁছেলে রাশিয়ার পর্যবেক্ষণজাহাজ থেকে জাপানী জাহাজটিকে লক্ষ্য করে গুলিবর্ষন করলে, জাপানী জাহাজের একজন সদস্য নিহত হয়েছে । রাশিয়া জাপানী মত্স্যজাহাজটি ও জাহাজের নাবিকদের আটক করেছে । পরে রাশিয়া এ জাহাজের জাপানী ক্যাপ্টেনকে জাপানের কাছে হস্তান্তর করেছে ,কিন্তু জাপানী মত্স্যজাহাজটি ফিরিয়ে দেয় নি ।
|