দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবনের মুখপাত্র ইউন তায়ে ইয়ং ৪ অক্টোবর সিউলে ঘোষণা করেছেন, জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজো চলতি মাসের ৯ তারিখ দক্ষিণ কোরিয়ায় এক দিনব্যাপী সফর করবেন। একইদিন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মু হিউন আবে শিনজোর সঙ্গে বৈঠক করবেন।
এটি হবে দক্ষিণ কোরিয়া ও জাপানের নেতাদের গত বছরের ডিসেম্বরের পর প্রথম বৈঠক।
ইউন তায়ে ইয়ং বলেছেন, দু'নেতা দক্ষিণ কোরিয়া-জাপানের সম্পর্ক উন্নয়ন, কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যার শান্তিপূর্ণ সমাধান করা এবং অন্যান্য অঞ্চল ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন। তিনি বলেছেন, দক্ষিণ কোরিয়া এবারকার শীর্ষ বৈঠক দু'দেশের পারস্পরিক আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে ভূমিকা রাখতে পারবে বলে আশা প্রকাশ করেছে।
|