৩ অক্টোবর বিকেলে ১০৯জন সিংগাপুরের পর্যটককে নিয়ে একটি বিশেষ বিমান সিংগাপুর থেকে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের লাসায় পৌঁছেছে । ছিংহাই তিব্বত মালভূমিতে তিব্বত ভ্রমণে আসা এটি হচ্ছে প্রথম বৈদেশিক বিমান ।
তিব্বত স্বাশত্তশাসিত অঞ্চলের পর্যটন ব্যুরোর প্রধান বাজু বলেছেন, দীর্ঘকাল ধরে বৈদেশিক পর্যটকদের তিব্বত ভ্রমণের সময় কয়েকবার বিমান পরিবর্তন করতে হতো । এবার সিগাপুর থেকে লাসায় আসা সরাসরি বিমান যোগাযোগের ফলে লাসা বৈদেশিক পর্যটকদের সরাসরি গন্তব্যস্থলে পরিণত হয়েছে ।
সিংগাপুরের পর্যটকরা তিব্বতে ৯ দিন থাকবেন । ভ্রমণকালে তাঁরা লাসা, লিনজি, শাননান এবং রিকাজোসহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ করবেন । পরে তাঁরা ছিংহাই তিব্বত রেলপথের মাধ্যমে ছিংহাই প্রদেশের শিনিং শহর যাবেন ।
|