চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়া ছাও ৪ অক্টোবর ঘোষণা করেছেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ্ মু হিউন এবং জাপানের প্রধানমন্ত্রী আবে সিনজো এই মাসে পৃথক পৃথকভাবে চীন সফর করবেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ্ মু হিউন চীনের প্রেসিডন্ট হু চিন থাওয়ের আমন্ত্রণে ১৩ অক্টোবর চীন সফর করবেন। ২০০৩ সালের ফেব্রুয়ারী মাসে তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হওয়ার পর এটি তাঁর দ্বিতীয় চীন সফর। ১৯৯২ সালের আগস্ট মাসে চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর দু'দেশের উচ্চ পর্যায়ের বিনিময় সফর ঘন ঘন হচ্ছে। দু'দেশের সহযোগিতার ক্ষেত্রেও সাফল্য অর্জিত হয়েছে। ২০০৩ সালের জুলাই মাসে হু চিন থাও ও রোহ্ মু হিউন পেইচিংয়ে এক বৈঠকের সময় চীন ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ককে সার্বিক সহযোগিতামূলক অংশীদারি সম্পর্কে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০০৫ সালের নভেম্বর মাসে হু চিন থাও দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রীয় সফর করেছেন। এটা হচ্ছে গত দশ বছরে চীনের শীর্ষ নেতার প্রথম দক্ষিণ কোরিয়া সফর।
চীন ও জাপান দু'দেশের সম্পর্কের ক্ষেত্রেররাজনৈতিক বাধাবিঘ্ন দূর করাসহ দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্কের সুষ্ঠু উন্নয়নের ব্যাপারে মতৈক্যে পৌঁছার পর চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও জাপানের প্রধানমন্ত্রী আবে সিনজোকে ৮ ও ৯ অক্টোবর দু'দিন চীনে আনুষ্ঠানিক সফর করার আমন্ত্রণ জানিয়েছেন।
|